For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষাস্নাত মেঘালয়ে বৃষ্টি-ভিজতে চান! ঘুরে নিন এই ৪ জায়গা

মেঘের পালককে গায়ে জড়ি নিয়ে আকাশ ভাঙা জলে কয়েকটা দিন ভিজে নিতে চান! এই কোলাহলের দুনিয়া থেকে অনেকদূরে নিজের মতো করে ছুটির কয়েকটা দিন মেঘের আশ্রয়ে নিজেকে আলাদা করে রাখতে চান?

  • |
Google Oneindia Bengali News

মেঘের পালককে গায়ে জড়ি নিয়ে আকাশ ভাঙা জলে কয়েকটা দিন ভিজে নিতে চান! এই কোলাহলের দুনিয়া থেকে অনেকদূরে নিজের মতো করে ছুটির কয়েকটা দিন মেঘের আশ্রয়ে নিজেকে আলাদা করে রাখতে চান? তাহলে এই বর্ষাতেই ঘুরে আসুন মেঘালয়। যদিও বর্ষাকাল মেঘালয় ঘোরার পক্ষে একদমই উপযুক্ত নয়, তবে কোলাহল থেকে দূরে কেবল চোখ দিয়ে যদি প্রকৃতির সবুজকে শুষে নিতে চান, তাহলে মেঘালয়ের জুড়ি নেই।

মেঘের বাড়িতে ঝরনা!

মেঘের বাড়িতে ঝরনা!

মেঘালয়ে বেড়াতে গেলে অবশ্যই উপভোগ করতে হবে এলিফ্যান্ট ফলস। সিঁড়ির ধাপে ধাপে বয়ে চলা জলের প্রবাহে যখন বৃষ্টি পড়ে তখন তার নৈস্বর্গিক দৃশ্য থেকে চোখ ফেরানো যায় না। এলিফ্যান্ট ফলস সেরকমই। প্রকৃতিক নিদের খেয়ালে এখানে পাহাড়ে পাথরের ধাপ বেয়ে চলে ঝরনার ধারা।

শেষপ্রান্তের সৌন্দর্য!

শেষপ্রান্তের সৌন্দর্য!

কথায় বলে মেঘালয়ের লেটলাম ক্যানিয়ন বিশ্বের 'সর্বশেষ সুন্দর' এলাকা। আর বর্ষায় এই এলাকাকে যেন নিজের হাতে সাজিয়ে নেন স্বয়ং সৃষ্টিকর্তা! এই ক্যানিয়ন থেকে চোখ মেললে একাধিক জলপ্রপাতকে চাক্ষুষ করা যায়। আর সেই স্বর্গীয় দৃশ্যপট যেন পৃথিবীর সর্বশেষ সৌন্দর্যকে বাস্তবে রূপান্তরিত করে।

পাহাড়ের কুয়াশা স্নান

পাহাড়ের কুয়াশা স্নান

মেঘালয়ের খাসি পাহাড়ে কুয়াশা স্নান দেখার দৃশ্য উত্তপূর্বের 'সেভেন সিস্টার'ভ্রমণের অন্যতম আকর্ষক বিষয়। ঘন কুয়াশায় মোড়া খাসি পাহাড়ের কোলে মেঘ যেন নতুন কাব্য রচনা করে। বর্ষার মেঘালয়ে সেই দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা।

মেঘালয়ে রুট ব্রিজ

মেঘালয়ে রুট ব্রিজ

মেঘালয়ের টিরনার সবুজ অনেকটাই আলাদা। কোথাওঘন , কোথাওবার গাঢ় আবার কোথাও বা শ্যাওলা সবুজ নিজের চাদরে এক মায়াবী রহস্যে গোটা এলাকাকে ঢেকে রাখে। আর এই এলাকাতেই গাছের মূল দিয়ে তৈরি হয়েছে গিয়েছে এক প্রাকৃতিক ব্রিজ। বর্ষায় এই এলাকা মনোরম হলেও, তা নিঃসন্দেহে ভয়ঙ্কর ও পিচ্ছিল হয়ে ওঠে। সাধারণত বর্ষায় এমন এলাকা ঘুরতে যেতে বারণ করা হয়।

English summary
Why you should visit Meghalaya during monsoon, know here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X