For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রবল আতঙ্ক ঠেলে যে যে সমুদ্র সৈকতে বাড়বে পর্যটকদের ভিড়

করোনার প্রবল আতঙ্ক ঠেলে যে যে সমুদ্র সৈকতে বাড়বে পর্যটকদের ভিড়

  • |
Google Oneindia Bengali News

অন্তহীন করোনা ভাইরাসের আতঙ্ক কিছুতেই মন থেকে বের করে ফেলা যাচ্ছে না। প্রাণভয়ে মূলত কাজের সময় ছাড়া মূলত বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউই। কেউ তো বাড়ি থেকেই অফিসের কাজ করে কুল পাচ্ছেন না। এসবের মধ্যে ভ্রমণ তো দূর, বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলাও অধিকাংশ মানুষের কাছে অতিবিলাস। তবু সাহস করে বেরিয়ে পড়ছেন কেউ কেউ। সেই প্রয়াস যে আদৌ সুরক্ষিত নয়, তা বলার প্রয়োজন হয় না। আর অতিমারী পরিস্থিতি কেটে যাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন যাঁরা, তাঁদের জন্য রইল রাজ্যের কিছু সামুদ্রিক এলাকার ঠিকানা।

তাজপুর

তাজপুর

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র তাজপুরে এখনও সেভাবে ভ্রমণ-পিপাসুদের নজর পড়েনি। তাই তুলনামূলক ফাঁকাই থাকে এখানকার সমুদ্র সৈকত। হাতেগোনা কয়েকটি রিসর্ট ও হোটেল তাজপুরের রসদ। দিঘার নিকটবর্তী মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের জনপ্রিয়তা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাজপুরে পর্যটনের প্রসারের পাশাপাশি সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। হাওড়া কিংবা বারাসত থেকে সরকারি ও বেসরকারি বাস পর্যটকদের পৌঁছে দেবে মূল ভ্রমণ স্থানের নিটকবর্তী এলাকায়। ট্রেনে রামনগর স্টেশনে নেমেও টোটো কিংবা অটোতে পৌঁছে যাওয়া যায় তাজপুরে।

মন্দারমণি

মন্দারমণি

দিঘার মতো ততটা জনপ্রিয় না হলেও পূর্ব মেদিনীপুরের আরও ভ্রমণ স্থান মন্দারমণির জনপ্রিয়তা বেড়েছে ইদানীংকালে। কলকাতা এবং হাওড়া থেকে জাতীয় সড়কে সংযুক্ত এই এলাকার সমুদ্র সৈকত অগণিত লাল কাকড়ার দেশ। কাঁথি থেকে চাওয়ালখোলা হয়ে মন্দারমণি যেতে বেশি সময় লাগে না। তাজপুরের মতো না হলেও তুলনামূলক ভিড়হীন এবং শান্ত এই এলাকায় সমুদ্রের ছোটো ঢেউয়ের সাক্ষী থাকতে করোনা-উত্তর কালে সদলবলে পৌঁছে যাওয়াই যেতে পারে। ঘুরে আসা যেতে পারে উদয়পুরের সি-বিচ।

শঙ্করপুর

শঙ্করপুর

দিঘা থেকে ১৪ কিলোমিটার পূর্বে দুটি সমুদ্র সৈকত জুড়ে শঙ্করপুর তৈরি হয়েছে। সমুদ্রের উঁচু ঢেউ, ঝাউ বন, নিস্তব্ধতা, বালিয়াড়ি ছাড়াও মৎস্য আহরণ কেন্দ্রে এই এলাকার অন্যতম আকর্ষণ। শঙ্করপুরের মৎস্যবন্দরে বসে বসে কাটিয়ে দেওয়া যায় গোটা এক বেলা।

হেনরী আইল্যান্ড

হেনরী আইল্যান্ড

দক্ষিণ ২৪ পরগনার অন্যতম সামুদ্রিক পর্যটন কেন্দ্র বকখালির নিকটে অবস্থিত হেনরী আইল্যান্ড কার্যত ফাঁকাই থাকে। ম্যানগ্রোভ অরণ্য, নানারূপ মৎস্য চাষের প্রকল্প এবং ওয়াচ টাওয়ার এই দ্বীপের অন্যতম আকর্ষণ। নিরিবিলি সমুদ্র সৈকত, শীতকালে পরিযায়ী পাখিদের সমাবেশ, ভেড়ি ও মেঠো পথ এই এলাকাকে মধুর্যে ভরিয়েছে। পার্শ্বস্থ বকখালি ও ফ্রেজারগঞ্জের বালিয়াড়ি, কুমীর প্রকল্প, ঝাউ বনে মন হারাবে না, এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
West Bengal's sea side tourist spot which will attract people after coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X