For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পারলে একবার ঘুরে আসুন রাজস্থানের এই সুন্দর জায়গাগুলো

পারলে একবার ঘুরে আসুন রাজস্থানের এই সুন্দর জায়গাগুলো

  • |
Google Oneindia Bengali News

প্রতিটি মানুষই নিত্যদিনই খুব ব্যস্তার মধ্যে দিয়ে কাটান। সকালবেলা ঘুম থেকে উঠেই। স্নান সেরে বেরোতে হয় অফিসে। তারপর অফিসে পরিশ্রম করে ক্লান্ত শরীরটাকে কোনও রকম টেনে হেঁচড়ে ভিড় বাসে তুলতে হয়। তারপর ঝাঁকুনি খেতে খেতে নিজের গন্তব্যস্থলে পৌঁছান। এরপর রাতে এসে খেয়ে দেয়ে শুয়ে পড়া। তার মাঝেই লেগে থাকে হাজারও চাপ। সেখান থেকে বেরনো ফুঁসরত থাকে না অনেকের। যদিও এই চাপ থেকে বেরোনো যায় তাহলে কার না ভালো লাগে। তাও যদি স্বল্প খরচে হয়! চলুন না এই ঘোড় দৌড় থেকে মুক্তি পেতে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। চলুন ঘুরে আসি রাজস্থান।

রাজস্থান মানেই উষ্ণ প্রানবন্ত সরল জীবনযাত্রা এবং ঐতিহ্যহাসিক যুদ্ধক্ষেত্রে এক নিদর্শন জায়গা। দেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত বর্র্ণময় ভূমি রাজস্থান নামে পরিচিত। এখানে ঘোড়ার এবং দর্শনীয় স্থান অনেক আছে। যাঁর টানে বহু দূরদূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। আকর্ষণীয় জায়গাগুলো মধ্যে থরমরুভূমি, শুষ্কটিলা, বিশাল বিশাল দুর্গ, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং নানা রাজস্থানী স্টাইলে থালি এখানে পাওয়া যায়। দেখে নিন রাজস্থানে গেলে এই জায়গাগুলো একবার ঘুরে আসুন।

আলোয়ার

আলোয়ার

আলোয়ার রাজস্থানে একটি জায়গা এবং সদর দরজা। আরাবলী পাহাড়ের মধ্যে অবস্থিত এটি। এটি দর্শনীয় পর্যটন কেন্দ্রের মধ্যে একটি। এটি একটি ঐতিহ্যহাসিক স্থান। ১০৪৯ সালে রাজপুত রাজা মহারাজা আলা ঘরাজ এই জায়গাটি দখল করেছিলেন। ১৬ শতকে প্রথম দিকে মোঘলদের হাতে এটি প্রথম শাসিত হত। এখানে সুউচ্চ দুর্গ, মন্দির রয়েছে। এখানে এলে নীলকান্ত মন্দিরে অবশ্য আসবেন। এখানে শিবের উপাসনা করা হয়।

 মাউন্ট আবু

মাউন্ট আবু

সমুদ্রপিষ্ট থেকে ১৭২২ মিটার উচ্চতায় অবস্থিত এই মাউন্ট আবু। এটি হিল স্টেশনও বটে। এটি রাজস্থান ও গুজরাতের সীমান্তে আরাবল্লী রেঞ্জে অবস্থিত। এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানুষ এখানে ছুটে আসে। এখানে সবুজ ঘন বন, ঝাঁঝলো ক্যাকটাস, সুন্দর হ্রদ আপনি দেখতে পাবেন। এখানে বিখ্যাত মন্দির রয়েছে।

 পালি

পালি

পালি জায়গাটি রাজস্থানে অবস্থিত। এটি শিল্প শহর নামে পরিচিত। ১৮ এবং ১৯ শতকে বনিক কার্যকলাপে কেন্দ্র হিসেবে এটি বিখ্যাত ছিল। বান্ধি নদী তীরে অবস্থিত এই জায়গা। পালি রাজস্থানে মারওয়ার অঞ্চলে একটি বিখ্যাত শহর।

নাগুয়ার

নাগুয়ার

নাগুয়ার রাজস্থানের একটি ঐতিহ্যহাসিক শহর। যা বিকান ও যোধপুরের মাঝে অবস্থিত। তাছাড়াও এটি একটি দর্শনীয় স্থান। কয়েক একর জমি জুড়ে রয়েছে খোলা মাঠও। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর যার টানে মানুষ দূরদূরান্ত থেকে এখানে ছুটে অসে।

জয়পুর

জয়পুর

এটি প্রাচীন হিন্দু তীর্থস্থান। এটি জয়পুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে সুন্দর ঝর্ণাও। আর সৌন্দর্য দেখা জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। জয়পুরকে গোলাপি শহরও বলা হয়। পর্যটকেরা এখানে আরাম ও বিলাসিতা করতে আসেন।

 যোধপুর

যোধপুর

রাজকীয় ও বিলাসিতা করে যদি কয়েকদিন কাটাতে চান তাহলে এখানে ঘুরে যান। পর্যটক ও ভ্রমণকারীদের জন্য খুব সুন্দর জায়গা এটি। নীল শহরের বিশাল ল্যান্ডস্কেপ জুড়ে ছড়িয়ে জায়গা এটি। এখানে নানান দুর্গ রয়েছে। এখানে এসে ক্যাব ভাড়া করে আপনি ঘুরতে পারেন।

পুষ্কর

পুষ্কর

বিশ্বাস করা হয় এই পবিত্র শহরটি শিবের অশ্রু দ্বারা নির্মিত হয়েছিল। পুষ্কর লেকের তীরে অবস্থিত এই জায়গা। পুষ্কর ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এবং এখানে মাঝে মধ্যেই লোকেরা ঘুরতে আসেন। এই শহরে প্রচুর মন্দির রয়েছে। এখানে উটের মেলার জন্যও বিখ্যাত। এই মেলার সময় অনুষ্ঠিত খাবার এবং অন্যান্য অনুষ্ঠানগুলি পর্যটকরা উপভোগ করেন। এই মেলার সময় একটি উত্তেজনাপূর্ণ উটের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। পারলে এই জায়গায় একবার ঘুরে আসুন।

জয়সালমির

জয়সালমির

রাজস্থানের জয়সালমির এই জায়গাটিতে পারলে একবার ঘুরে আসুন। এখানে গেল আপনি উটের পিছনে ঘুরতে পারবেন। বালির টিলা এখানকার দেখার জিনিসের মধ্যে একটি। এখানে রয়েছে পাটওয়ান কি হাভেলি পর্যটন কেন্দ্রের মধ্যে একটি। পাঁচটি ছোট ছোট হাভেলি নিয়ে গঠিত এই জায়গা। এই জায়গা ঘোরার জন্য দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন।

উদয়পুর

উদয়পুর

ভারতের অন্যতম রোম্যান্টিক জায়গার মধ্যে উদয়পুর অন্যতম। এটিতে প্রচুর প্রাসাদ, দুর্গ, হ্রদ এবং উদ্যান রয়েছে। মহারাণা উদাই সিংহ এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই শহরটি পিচোলার লেকের প্যালেস লেক প্যালেস নামে একটি কল্পনাপ্রসূত দ্বীপ হোটেল নিয়ে গর্বিত। পারলে এখানে একবার ঘুরে আসুন।

বিকানের

বিকানের

বিকানের কারনি মাতার মন্দিরটি বিশেষ নামকরা মন্দিরগুলোর মধ্যে একটি। যেখানে দেবী দুর্গা বিশেষ পুজো করা হয়। এখানে ২০ হাজার থেকে ২৫ হাজার কালো ইঁদুর রয়েছে। যাদের রোজ খাবার দেওয়া হয়। তাছাড়া এখানে ম্রুভূমি রয়েছে। এখানে এলে উট বুক করে আপনি ঘুরতে পারবেন।

বর্ষাকালে দেশের মধ্যে বিয়ের করার আদর্শ জায়গা কোনগুলি জানেন বর্ষাকালে দেশের মধ্যে বিয়ের করার আদর্শ জায়গা কোনগুলি জানেন

English summary
visit these places in rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X