For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম খরচে ঘুরে আসুন দেশের এই জায়গাগুলোতে

কম খরচে ঘুরে আসুন দেশের এই জায়গাগুলোতে ,দেখবেন ভালো লাগবে

  • |
Google Oneindia Bengali News

অজানা জানার আনন্দে প্রায় সকলের। তাছাড়া এত কাজের চাপের মাঝেখানে একটু মাইন্ডটা ফ্রেশ করে এলে সকলেরই কাজে বসতে ভালো লাগে, আবার কাজে বসতে মনও লাগে। কি ঠিক বললাম তো? তাছাড়া ঘুরতে যেতে সকলেই কমবেশি ভালবাসেন। যদি কম খরচে সামর্থ্যের মধ্যে হয় তাহলে তো আর কোনও কথাই নেই। দেশের মধ্যে কম খরচে ঘুরতে সকলেই পছন্দ করেন। তবে নিশ্চয়ই আপনি ভাবছেন, সেই জায়গাগুলি কী কী। দেখে নিন সেগুলি কোন কোন জায়গা।

কোদাইকানাল

কোদাইকানাল

তামিলনাড়ুর পাহাড়ি শহর কোদাইকানাল। এখানে গেলে এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ঘুরতে গিয়ে পারবেন না হোটেলে নিজেকে আটকে রাখতে। মনে হবে ডানা মেলে পাখীর মতন উড়ে যাই। এখানে খুব সস্তায় খাবার পাওয়া যায়। থাকার জায়গায় খুব কম খরচে আপনি পেয়ে যাবেন। যদি আপনি আপনার সাধ্যের মধ্যে ঘুরতে যেতে চান তাহলে এই জায়গাগুলোতে ঘুরে আসুন।

 পুদুচেরি

পুদুচেরি

জানেন পুদুচেরি আসল নাম কি ছিল? নাম ছিল 'পুতুসিরি', যা তামিল শব্দ 'পুতু' যার মানে 'নতুন' এবং 'সিরি' যার মানে 'গ্রাম' এই দুটি শব্দ থেকে উদ্ভূত। ফরাসিরা যখন শহরটিতে উপনিবেশ স্থাপন করে, তখন তাদের উচ্চারণের সুবিধার্থে শহরটি নামকরণ করে 'পুন্ডিচারি' বা 'পন্ডিচেরি'। ২০০৬ সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শহরটির নাম পরিবর্তন করে 'পুদুচেরি' নামকরণ করে। তারপর থেকে এটি একটি পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। যেখানে অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন। ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই জায়গা। যদি আপনি এখআনে এসে কম খরচে থাকতে চান তাহলে আপনি অরবিন্দ আশ্রমে থাকতে পারেন। এখানে অনেক কম খরচে থাকা ও খাবার ব্যবস্থা আছে। যদি পারেন একবার এই জায়গায় ঘুরে যাবেন। দেখবেন মন ভালো লাগবে।

 গোয়া

গোয়া

অনেকেরই ধারণা আছে গোয়ায় সামান্য পয়সায় ঘোরা যায় না। এখানে গেলে আপনি খুব কম দামে অ্যালকোহল পাবেন। সেই সঙ্গে এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। সমুদ্রঘেরা শান্ত নিরিবিলি জায়গা যারা পছন্দ করেন তাদের জন্য গোয়া জায়গা ঘোরার জন্য আদর্শ জায়গা। এখানে আপনার সাধ্যের মধ্যেই খাবার ও থাকার জায়গা পাবেন। মন ভালো করতে, কম খরচে ঘুরতে গোয়া ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে।

পুষ্কর

পুষ্কর

এটি একটি জনপ্রিয় সংস্কৃতিক জায়গা। এখানে মাঝে মধ্যেই নানান উৎসবের আয়োজন করা হয়। যা সকলের বিশেষ নজর আকর্ষণ করে। এটি একটি তীর্থকেন্দ্রও। অনেক দূর থেকে মানুষ এখানে ঘুর। খুব কম খরচে মানুষ এখানে ঘুরতে আসেন। বিশ্বাস করা হয় এই পবিত্র শহরটি শিবের অশ্রু দ্বারা নির্মিত হয়েছিল। পুষ্কর লেকের তীরে অবস্থিত এই জায়গা। পুষ্কর ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এবং এখানে মাঝে মধ্যেই লোকেরা ঘুরতে আসেন। এই শহরে প্রচুর মন্দির রয়েছে। এখানে উটের মেলার জন্যও বিখ্যাত। এই মেলার সময় অনুষ্ঠিত খাবার এবং অন্যান্য অনুষ্ঠানগুলি পর্যটকরা উপভোগ করেন।

দার্জিলিং

দার্জিলিং

পারলে একবার দার্জিলিং ঘুরে আসুন। দার্জিলিংকে পাহাড়ের রানিও বলা হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গা। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দুর্দান্ত জায়গা এটি। তাছাড়া পাহাড় তো কম বেশি সকলেই পছন্দ করেন। এর প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবে। দেখবেন ভালো লাগবে। এখানে আপনি সবথেকে ভালো চা পাবেন। এখানে কম দামে লজ ও হোটেল পাবেন।

 বারাণসী

বারাণসী

যারা একটু ঠাকুর ভক্ত তাঁরা বারাণসীতে ঘুরতে যেতে পারেন। বর্ষাকালে বারাণসী আরও সুন্দর হয়ে ওঠে। যার রূপ বলে বোঝানো খুব কঠিন। অনেকেই আছেন যারা মাঝে মধ্যে অল্প খরচে ঘুরতে যেতে চান তাঁরা বারাণসী ঘুরতে যেতে পারেন। এখানে আপনার সাধ্যের মধ্যেই খাবার ও থাকার হোটেল আপনি পেয়ে যাবেন।

ঋষিকেশ

ঋষিকেশ

হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গা। এখানে অনেক যোগ আশ্রম আছে। সেই সঙ্গে রয়েছে প্রাচীন মন্দির ও নানান জনপ্রিয় ক্যাফে। দেশের সব থেকে কম খরচে ঘোরার জায়গা এটি। এখানে খুব কম খরচে আপনি থাকা, খাবার জায়গা পেয়ে যাবেন। পারলে এই পুজোর ছুটিতে এখানে একবার ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে।

গোকর্ণ

গোকর্ণ

কর্ণাটকে অবস্থিত এই গোকর্ণ জায়গাটি। পর্যটন কেন্দ্রের পাশপাশি এটি একটি তীর্থস্থানও। এখানে মানুষ প্রায় সারা বছর ঘুরতে আসে। কারণ এখানে অনেক কম খরচে থাকা খাওয়ার জায়গা আছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পারলে একবার এখানে ঘুরে আসুন।

ভারতের সেরা নাইট সাফারি, বনের এক অবিশ্বাস্য রাত উপভোগ করুনভারতের সেরা নাইট সাফারি, বনের এক অবিশ্বাস্য রাত উপভোগ করুন

English summary
visit these places in india at low cost mind will be happy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X