For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) হিমাচলের কয়েকটি অখ্যাত অথচ অপূর্ব ট্যুরিস্ট স্পট

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভারতের যে কয়েকটি রাজ্য তার অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভার জন্য সুখ্যাতি লাভ করেছে হিমাচল প্রদেশ তাদের মধ্যে অন্যতম। আর সেজন্য বছরের প্রায় সবসময়ই এই রাজ্যে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। [ভারতের ৮ টি অচেনা অথচ অপূর্ব দর্শনীয় স্থান]

হিমাচলের পাহাড়ি এলাকার নৈসর্গিক দৃশ্য এককথায় অনন্য। বরফে ঢাকা পাহাড়, শীতল পরিবেশ, মেঘের ভেসে বেড়ানো দেখে মোহিত না হয়ে উপায় থাকে না। [এখুনি যেতে পারছেন না? ছবিতে দেখে নিন লাদাখের স্বর্গীয় রূপ]

তবে হিমাচল প্রদেশে ঘুরতে এলে কুলু, মানালি, শিমলা সহ কয়েকটি বিখ্যাত স্পট দেখে ফিরে গিয়েছেন এমন বহু মানুষ রয়েছেন। অনেকের সময়াভাবে দেখা হয় না। আবার অনেকে জানেন না, এই জায়গাগুলির বাইরেও হিমাচল প্রদেশে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে। [এখন যাওয়া হয়ে ওঠেনি? এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়]

ফলে হিমাচল প্রদেশকে ভালো করে চিনতে হলে কম চেনা অখ্যাত অথচ অকল্পনীয় সুন্দর জায়গাগুলিকে নিজেদের ট্রাভেল ডায়েরিতে জায়গা দিতে হবে। নিচের স্লাইডে দেখে নিন, হিমাচলের কোন জায়গাগুলিতে এখনও যাওয়া বাকী রয়ে গিয়েছে আপনার। [কেদার ধাম : ঈশ্বরের কোলে প্রকৃতির অপরূপ শোভা]

কারসোগ ভ্যালি

কারসোগ ভ্যালি

সবুজে ঘেরা, আপেল বাগানের ভর্তি কারসোল ভ্যালি হিমাচলের মাণ্ডি জেলায় অবস্থিত। শিমলা থেকে ১১০ কিলোমিটার দূরত্ব এই জায়গাটির। এখানে পাহাড়ের কোলে অবস্থিত মহানাগ মন্দির, মামলেশ্বর মন্দির ও কামাক্ষ্যা মন্দির অন্য মাত্রা যোগ করেছে।

মালান

মালান

ভারতের অন্যতম সুন্দর গ্রাম হিসাবে এই মালানাকে গণ্য করা হয়। পার্বতী উপত্যকায় অবস্থিত এই গ্রামে স্থানীয়দের বাস। বাইরের লোক খুব বেশি এদিকে আসেন না।

কলপা

কলপা

এখন অনেকেই এই জায়গাটিতে যান। কিন্নর-কৈলাশের কোলে এই জায়গাটি অপূর্ব সুন্দর। ট্রেকিং করা, আপেল বাগানে ঘুরে বেড়ানো ও সঙ্গে হিমালয়ের অপার শোভা দেখে মন ভালো হতে বাধ্য।

বারোত উপত্যকা

বারোত উপত্যকা

মাণ্ডিতে অবস্থিত এই জায়গাটিও স্বপ্নসুন্দর। কুলু ও মানালিতে ট্রেক করে এই জায়গা থেকে যাওয়া যায়। উপত্যকার চারপাশে ঘন জঙ্গল ও পাশ দিয়ে বয়ে চলা নদী জায়গাটির শোভা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

ছিটকুল

ছিটকুল

বাপসা নদীর তীরে অবস্থিত এই জায়গাটি আগে ততোটা জনপ্রিয় ছিল না। তবে কালক্রমে হয়েছে। ভারত-চিন সীমান্ত এলাকায় অবস্থিত এই এলাকার প্রাকৃতিক শোভা অবর্ণনীয়।

নারকান্দা

নারকান্দা

শিবালিক পর্বতের পাদদেশে এই শহরটি অবস্থিত। শীতকালে এই এলাকা স্কি রিসর্টে পরিণত হয়। শিমলা থেকে এর দূরত্ব ৬৫ কিলোমিটার।

English summary
Unexplored Destinations in Himachal Pradesh You Better Know!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X