For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাঁসফাঁস গরম থেকে বাঁচতে কয়েকটা দিন কাটিয়ে আসুন ভারত-ভুটান সীমান্তের ছোট্ট গ্রাম চিসাংয়ে

হাঁসফাঁস গরম থেকে বাঁচতে কয়েকটা দিন কাটিয়ে আসুন ভারত-ভুটান সীমান্তের ছোট্ট গ্রাম চিসাংয়ে

Google Oneindia Bengali News

রাজ্যজুড়ে হাঁসফাঁস করা গরম। গলদঘর্ম অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এই গরমে ভারত-ভুটান সীমান্তের চিসাং ঘুরে আসুন। গরমের অস্বস্তি এক লহমায় কেটে যাবে। তার সঙ্গে অসামান্য পরিবেশ। পাহাড়, পাখি, জঙ্গল ফুল কি নেই এই ছোট্ট গ্রামটিতে। মন ভুলিয়ে দেবে যেকোনও পর্যটকের।

কোথায় চিসাং

কোথায় চিসাং

অনেকেই জানেন না এই চিসাং গ্রামটির কথা। অথচ কািলম্পঙের কাছেই রয়েছে এই গ্রাম। কািলম্পং জেলার তোদে তাংতা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত গ্রামটি। সেদিক থেকে বলতে গেলে পশ্চিমবঙ্গেরই অংশ চিসাং। তার একদিকে ভারত আর অন্যদিকে ভুটান। এলাচ চাষের জন্য বেশ নাম ডাক রয়েছে এই গ্রামের। বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে এখানকার উৎপাদিত এলাচ। এক কথায় যাতে বলে এই চিসাংয়ের বাসিন্দােদর অর্থকরী ফসল এই এলাচ। এখানকার ঘরে ঘরে এলাচ চাষ হয়ে থাকে। তাও আবার অরগ্যািনক উপায়ে।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

দুটি পথে চিসাং যাওয়া যায়। একটি জলপাইগুড়ি হয়ে আরেকটি মাল স্টেশন থেকে। জলপাইগুড়ি থেকে চিসাংয়ের দূরত্ব ১০৭ কিলোমিটার আর মাল থেকে এর দূরত্ব ৫৩ কিলোমিটার। গাড়ি ভাড়া ৩০০০ টাকা থেকে সাড়ে ৩০০০টাকা পর্যন্ত হতে পারে। নিউ জলপাইগুড়ি থেকে চিসাং পৌঁছতে দেড় ঘণ্টা মত সময় লাগে। এখানকার থাকার ব্যবস্থা বলতে হোম স্টে সেকারণে আগে থেকে বুক করে নেওয়াই ভাল। প্রয়োজনে তারা ও গাড়ি পাঠিয়ে দেয়। তার জন্য আগে থেকে বলে রাখতে হয়।

চিসাংয়ের মূল আকর্ষণ পাখি

চিসাংয়ের মূল আকর্ষণ পাখি

চিসাংয়ে একদিকে যেমন পাহাড়ের মনোরম শোভা আরেক দিকে েতমন রকমারি পাখি। অসংখ্য নাম না জানা পাখি দেখা যায় এই গ্রামে। এখানে মানুষেক কথার থেকে বেশি শোনা যায় পাখির কলতান। সকাল থেকে বিকেল পর্যন্ত অসংখ্য রংবেরঙের সব নাম না জানা পাখি দেখা যায় এই গ্রামে। কাজেই যাঁরা পাখি ভাল বাসেন তাঁদের পক্ষে আদর্শ জায়গা হয়ে উঠতে পাের এই চিসাং গ্রাম।

পাহাড়ের স্তব্ধতা মুগ্ধ করে

পাহাড়ের স্তব্ধতা মুগ্ধ করে

চিসাংয়ের ভারত ভুটান সীমান্তের গ্রাম সেকারণে অনেকটাই নিরিবিিল। পাক দণ্ডি বেয়ে পাহাড়ের ওপারে চলে গেলেই পৌঁছে যাওয়া যাবে ভুটানে। তবে সীমান্ত রক্ষীদের কড়া পাহারা রয়েছে। তাঁরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন। পর্যটকরা না জানলে বা সেখানকার কেউ বলে না দিলে বোঝা কঠিন কোনদিকটা ভারতের আর কোন দিকটা ভুটানের। সীমান্ত গ্রামের এক অন্যরকম অনুভূতি কাজ করবে এখানে এলে

English summary
Travel story of Chisang
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X