For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বর্ষাকালে ঘুরতে চাইলে চলে যান কেরলের এই জায়গাগুলিতে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভরা বর্ষায় শহরের রাস্তায় ঘুরে বেড়ানো দায় হয়ে ওঠে। কোথাও কাদা, কোথাও ভাঙা রাস্তা তো কোথাও জমা জল এড়িয়ে চলা এককথায় দুরহ হয়ে ওঠে। তাই এই সময়ে বাঙালির মনে কোথাও ঘুরতে যাওয়ার ভাবনা বিশেষ ডালপালা মেলে না।

ছবির মতো সুন্দর দক্ষিণ ভারতের এই জায়গাগুলি

দক্ষিণ ভারতের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন

এই সময়ে সঠিক পরিকল্পনা করে বেরিয়ে পড়লে কিন্তু দারুণ ঘোরা যায়। অন্যতম পর্যটনস্থল হতে পারে কেরল। কারণ সারাবছর কেরলের আবহাওয়া ভালো থাকে। বিশেষ করে এই বর্ষার সময়ে আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে।

এখানকার সবুজ পাহাড, চা বাগান, পাহাড়ি ঝরনা দেখলে একেবারে মন ভালো করে ফিরতে পারবেন। এতে সন্দেহ নেই। তবে কেরলে ঘুরতে এলে কোথায় কোথায় যাবেন তা একঝলকে দেখে নিন।

ওয়েনাড়

ওয়েনাড়

এটি এমন একটি জায়গা যেখানে বারবার গেলেও আপনি একঘেয়েমি অনুভব করবেন না। পাহাড়, মেঘ, মনোরম পরিবেশ, সবমিলিয়ে কেরলের অন্যতম সেরা জায়গা এটি।

পীরমেড়ে

পীরমেড়ে

কোয়াট্টাম থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত পীরমেড়ে বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ। এখানকার পাহাড়, টি এস্টেটের শোভা মনকে ভালো করে দেয়।

অষ্টমুণ্ডী ব্যাকওয়াটার

অষ্টমুণ্ডী ব্যাকওয়াটার

এখানে এসে একটি হাউস বোট ভাড়া করে নিন। সারা রাত হাউস বোটে চেপে ব্যাকওয়াটারের মজা নেওয়ার অনুভূতিই আলাদা।

কোভালম

কোভালম

কেরলের অন্যতম জনপ্রিয় ও সেরা সমুদ্র সৈকত হল কোভালম। বর্ষায় এই সৈকত অনন্য রূপ ধারণ করে।

আতিরাপল্লী জলপ্রপাত

আতিরাপল্লী জলপ্রপাত

কেরলের থিসার জেলায় অবস্থিত কেরলের অন্যতম সেরা আকর্ষণ। বহু ভারতীয় সিনেমার শুটিং এখানে হয়েছে। ভরা বর্ষায় এর রূপ সবচেয়ে সুন্দর ও ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে এখানে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।

স্বপ্নসুন্দর অরুণাচল প্রদেশে কাটিয়ে আসুন কয়েকদিন

হিমাচলের কয়েকটি অখ্যাত অথচ অপূর্ব ট্যুরিস্ট স্পট

English summary
Travel places to Visit in Kerala during Monsoon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X