For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) হালকা শীতে ভারতের এই জায়গাগুলি ঘুরে আসুন

  • |
Google Oneindia Bengali News

এবার ধীরে ধীরে শীতের প্রকোপ কমতে শুরু করেছে রাজ্য জুড়ে। মাঘ মাস শেষ হলে আরও তা কমে আসবে। এরপরে ধীরে ধীরে বসন্ত এসে উপস্থিত হবে। [নতুন বছরে এই জায়গাগুলিতে ঘোরার প্ল্যান করেছেন কি?]

এই সময়ে আমাদের রাজ্যে না হলেও ভারতের অন্যান্য কয়েকটি রাজ্যে শীতের পরশ ভালোভাবেই থাকে। তাই যারা এই শীতে কোথাও ঘুরতে যাননি, তারা এই ফেব্রুয়ারিতেই কোথাও ঘুরে আসার প্ল্যান করতে পারেন। [দক্ষিণ ভারতের এই জায়গাগুলি জনপ্রিয় হয়েছে বলিউডের দৌলতে]

অনেক স্কুলে জানুয়ারিতেই পরীক্ষা হয়ে যায়। ফলে এই সময়ে অনেকের পড়াশোনার চাপ কিছুটা হালকা থাকে। আর ছেলেমেয়ে বড় হয়ে গেলে তাহলে তো কথাই নেই। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হল। [নতুন বছরের শুরুতেই আপনার গন্তব্য হোক এই জায়গাগুলি]

ফেব্রুয়ারি মাসে সারা ভারতেই ঘুরে মজা পাবেন। এই সময়ে কোথায় পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে যেতে পারেন তা জেনে নিন নিচের স্লাইড থেকে। [ফটোগ্রাফির শখ থাকলে ভারতের এই জায়গায় যেতেই হবে]

গুলমার্গ

গুলমার্গ

এবছর জম্মু ও কাশ্মীরে জমিয়ে শীত পড়েছে। সবসময়ই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থেকেছে বেশিরভাগ জায়গায়। বরফে ঢেকে গিয়েছে গোটা উপত্যকা। ফেব্রুয়ারিতে তাই গুলমার্গে এলে বরফও পাবেন আবার ভালো করে ঘুরতেও পারবেন।

আলমোরা

আলমোরা

কুমায়ুনে অবস্থিত একটি হিল স্টেশন হল আলমোরা। এটা ঘুরতে যাওয়ার জায়গা হিসাবে বেশ অফবিট অথচ সুন্দর। এখানকার আবহাওয়া এই সময়ে অত্যন্ত মনোরম থাকে। তবে বেশ ঠান্ডা থাকবে এখানে।

বীর

বীর

এখানে এলে সবচেয়ে বেশি মজা পাবেন প্য়ারাগ্লাইডিং করে। ধৌলাধর পর্বতের পাদদেশে অবস্থিত এই জায়গাটি তিব্বতীয় সংস্কৃতিতে পরিপূর্ণ।

উদয়পুর

উদয়পুর

রাজস্থানের উদয়পুর এক অনন্য জায়গা। ফেব্রুয়ারিতে অল্প শীতে এখানে ঘুরে বিশেষ উপভোগ করা সম্ভব।

হস্তিনাপুর

হস্তিনাপুর

মহাভারতে হস্তিনাপুর রাজ্যের কথা সকলেই শুনেছেন। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে একেরপর এক স্মৃতিসৌধ ও মন্দির রয়েছে। পাঁচ হাজার বছরের পুরনো পাণ্ডবেশ্বর মন্দির এখানকার অন্যতম মূল আকর্ষণ।

জামনগর

জামনগর

গুজরাতের অন্যতম উন্নয়নশীল শহর জামনগর। এখানকার লাখোটা দুর্গ, দরবারগড় প্যালেস, বালাচাদি সমুদ্র সৈকত ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য স্থান।

English summary
Travel North India in February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X