For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহেও বেড়াতে যাওয়ার হিড়িক বেশি কোন কোন স্থানে, সাবধানী পদক্ষেপ পর্যটকদের

করোনার আবহে কোথায় বেড়াতে যাওয়ার হিড়িক সর্বাধিক, জেনে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

'উঠল বাই তো কটক যাই' কিংবা 'চলো লেটস গো'-এর দিন বোধহয় শেষ! কারণ ভ্রমণ সংক্রান্ত গুগল সার্চেও থাবা বসিয়েছে ভয়াবহ করোনা ভাইরাস। অতিমারী পরিস্থিতিতে পর্যটকরা সুরক্ষা সংক্রান্ত নিশ্চয়তা পাওয়ার পরেই ভ্রমণের পরিকল্পনা করছেন বলে খবর। তাই গুগল সার্চে সে সংক্রান্ত প্রশ্নের ভিড়ও বেশি বলে জানানো হয়েছে।

করোনার আবহেও বেড়াতে যাওয়ার হিড়িক বেশি কোন কোন স্থানে, সাবধানী পদক্ষেপ পর্যটকদের

সম্প্রতি ভ্রমণ বিভাগে করোনা ভাইরাসের প্রভাব কতটা পড়েছে সংক্রান্ত এক সমীক্ষা করেছে বস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজি। তাতে দেখা গিয়েছে যে করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে মানুষের ভ্রমণ সংক্রান্ত চিন্তাভাবনারও পরিবর্তন হয়েছে। গুগল সার্চে পর্যটকদের কেবল জায়গার নাম এবং সে সংক্রান্ত তথ্যের খোঁজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। পরিবর্তে অতিমারী পরিস্থিতিতে আদৌ কোথাও ঘুরতে যাওয়া উচিত কিনা, গেলেও কী সুরক্ষা কবচ মেনে চলা উচিত, কোন ধরনের এলাকা করোনা ভাইরাসের প্রভাব-মুক্ত গোছের প্রশ্নের উত্তরই বেশি জানতে চাইছেন পর্যটকরা।

বস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজি-র সমীক্ষায় জানা গিয়েছে, গত ছয় মাসে গুগলে ভ্রমণ সংক্রান্ত সর্বাধিক জনপ্রিয় একশোটি প্রশ্নের মধ্যে ৪৫ শতাংশ সার্চের প্রশ্ন করোনা ভাইরাস ও তার প্রভাব সংক্রান্ত। ৩১ শতাংশ মানুষ অতিমারীর আবহে সুরক্ষা নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই ভ্রমণের পরিকল্পনা করতে চাইছেন বলে জানানো হয়েছে।

কোথায় কোথায় ঘুরতে যেতে চাইছেন পর্যটকরা: বস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজি-র সাম্প্রতিক সমীক্ষায় জানানো হয়েছে, করোনা ভাইরাসের আবহে ঘিঞ্জি শহর এবং সংলগ্ন শহরতলিতে ঘুরতে যেতে চাইছেন না পর্যটকরা। উল্টে ধু ধু গ্রাম্য পরিবেশ, ফাঁকা সমুদ্র সৈকত, ছোটখাটো নগর এবং নিঝুম পার্বত্য এলাকাতেই তাঁবু খাটাতে চাইছেন ভ্রমণ পিপাসু মানুষ। বিশ্বের সব প্রান্তেই পরিস্থিতি একই বলে জানানো হয়েছে। সেই মতো কোমর বাঁধতে শুরু করেছে প্রশাসন এবং ভ্রমণ এজেন্সিগুলি।

English summary
Travel bug hits people and digital skills amid coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X