For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ জয় রাইড, দার্জিলিংয়ে এসে মন খারাপ পর্যটকদের

বন্ধ জয় রাইড, দার্জিলিংয়ে এসে মন খারাপ পর্যটকদের

  • |
Google Oneindia Bengali News

গত ১১ নভেম্বর থেকে বন্ধ দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ ট্রয় ট্রেন জয় রাইড। যার জেরে বিপাকে পড়েছেন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের। কারন পর্যটকদের মূল আকর্ষণ ট্রয় ট্রেন। কিন্তু পর্যটকদের এই হতাশায় ছয়দিন কেটে গেলেও জট ছাড়ার কোনো উদ্যোগ নেই প্রশাসনের পক্ষ থেকে।

বন্ধ জয় রাইড, দার্জিলিংয়ে এসে মন খারাপ পর্যটকদের

মূলত ঠিকাদার দের সাথে স্থানীয় শ্রমিকদের মধ্যে গন্ডগোলের জেরেই এই বিপত্তি বলে জানা গেছে। কারণ এই ট্রয় ট্রেন চলে কয়লায়। এই কয়লা মূলত স্টোর হয় দার্জিলিংয়ে। সেখান থেকেই শ্রমিকরা পাহাড়ের বিভিন্ন স্টেশনে সরবরাহ করে থাকেন। শ্রমিকরা যে নূন্যতম টাকা ঠিকাদার দের কাছ থেকে পেয়ে থাকে তার বাড়ানোর দাবীতেই এই আন্দোলনে তারা সামিল হয়েছেন।

অন্যদিকে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানা গেছে যে কাজ বন্ধ থাকলেও তাদের সেই টাকা দিতে এই দাবীতেই শ্রমিকরা অবরোধ করেছেন। কিন্তু। শ্রমিক ঠিকাদার দের এই অশান্তির জেরে ট্রয় ট্রেন গত সাত দিন ধরে বন্ধ থাকায় বিদেশি পর্যটক টাও পড়েছেন বিপাকে। কারণ তারা দার্জিলিং বেড়াতে এসে একপ্রকার নিরাশ হয়েই ফিরছেন। সকলেরই দাবি রেল প্রশাসন দ্রুত দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করুক। নাহলে শীতের আমেজে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা জয় রাইড চড়ার থেকে বঞ্চিত হবেন।

English summary
Toy train joy ride is closed in Darjeeling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X