• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) পর্যটক টানার লড়াইয়ে দেশের প্রথম ১০ রাজ্য কোনগুলি, বাংলার স্থানই বা কোথায়? জেনে নিন

চেন্নাই, ৩ মার্চ : সারা দেশের বিভিন্ন সমস্ত রাজ্য মিলিয়ে ২০১৬ সালে মোট ১৬০ কোটি ৫৩ লক্ষ পর্যটক ভ্রমণে বেরিয়েছিলেন। দেশের বিভিন্ন রাজ্য তো বটেই কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই সংখ্যক মানুষ ভ্রমণে বেরিয়েছেন।[(ছবি) এই অদ্ভুত জায়গাগুলি ভারতে রয়েছে তা আপনি নিশ্চিত জানেন না!]

২০১৫ সালে সেই সংখ্যাটা ছিল ১৪০ কোটি ৩২ লক্ষ জন। অর্থাৎ গতবছরে পর্যটকের সংখ্যা ১৫.৫ শতাংশ হারে বেড়েছে। পর্যটনে সেরা ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ২০১৬ সালে মোট ৮৪.২ শতাংশ পর্যটক ধরে রেখেছে। ২০১৫ সালে যা ছিল ৮৩.৬২ শতাংশ। এবার একনজরে দেখে নিন দেশের কোন রাজ্য পর্যটক টানার ক্ষেত্রে প্রথম দশে রয়েছে।[(ছবি)আগামী বছরই চাঁদে বেড়াতে যাচ্ছে মানুষ, কিন্তু কীসে চড়ে যাচ্ছে ?]

রাজস্থান (১০)

রাজস্থান (১০)

দেশের পশ্চিমাংশের রাজ্য রাজস্থান বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা। ৪ কোটি ১৫ লক্ষ পর্যটক ২০১৬ সালে এই রাজ্যে বেড়াতে গিয়েছেন। এখানকার মরু এলাকা, সুবিশাল এক একটা কেল্লা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।[আন্দামান: অগ্ন্যুৎপাতের পরও বেড়াতে যাওয়া যাবে ব্যারেন দ্বীপে !]

গুজরাত (৯)

গুজরাত (৯)

রাজস্থানের পাশের রাজ্য গুজরাত পর্যটক টানার ক্ষেত্রে গত কয়েকবছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দেশীয় পর্যটক টানার ব্যাপারে ২০১৬ সালের হিসাবে নবম স্থানে রয়েছে গুজরাত। সবমিলিয়ে মোট ৪ কোটি ২৮ লক্ষ পর্যটক গুজরাত পর্যটনে গিয়েছেন।[(ছবি) ভারতের সেরা 'রোমান্টিক ডেস্টিনেশন'গুলিতে চাইলেই যেতে পারেন আপনি]

তেলঙ্গানা (৮)

তেলঙ্গানা (৮)

অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পরে তেলঙ্গানায় আলাদা করে পর্যটনের জায়গা তৈরি না হলেও নানা আকর্ষণীয় জায়গা এই রাজ্যের মধ্যে পড়েছে। ফলে সারা দেশ থেকে লাখো লাখো মানুষ এই রাজ্যে আসেন ঘুরতে। যা পর্যটন মানচিত্রে উপরের দিকে স্থান দিয়েছে এই রাজ্যকে। তেলেঙ্গানায় ২০১৬-র হিসাবে ৭ কোটি ১৫ লক্ষ পর্যটক এসেছে যার ফলে এটি রয়েছে অষ্টম স্থানে।[পশ্চিমবঙ্গের এই ৫টি রাজবাড়িতে রয়েছে রাত্রিবাসের রাজকীয় বন্দোবস্ত]

পশ্চিমবঙ্গ (৭)

পশ্চিমবঙ্গ (৭)

বাংলার প্রাকৃতিক বৈচিত্র্যের টানে সারা দেশ থেকেই পর্যটক এরাজ্যে ছুটে আসেন। এছাড়া বাঙালি নিজেই ভ্রমণপিপাসু। উত্তরে রয়েছে হিমালয় পর্বতের পাদদেশের নানা অপূর্ব এলাকা ও দক্ষিণে রয়েছে সুন্দরবনের মতো পর্যটনস্থল। এই দুইয়ের টানেই বাংলা সবসময়ই পর্যটন মানচিত্রে স্থান করে নেয়। ২০১৬ সালে এরাজ্যে ৭ কোটি ৪৫ লক্ষ পর্যটক এসেছিলেন।[(ছবি) ভারতে সেরা জঙ্গল সাফারি করতে পারবেন এই জায়গাগুলিতে]

মহারাষ্ট্র (৬)

মহারাষ্ট্র (৬)

দেশের সবচেয়ে ধনী শহর মুম্বই অবস্থিত মহারাষ্ট্রে। প্রতিবছরই বহু মানুষ এরাজ্যের নানা বিখ্যাত জায়গায় ঘুরতে আসেন। পশ্চিমঘাট পর্বতমালার নানা দর্শনীয় স্থান, তার সঙ্গে মুম্বই পুনের মতো শহরও যথেষ্ট পর্যটক টানতে সক্ষম। সবমিলিয়ে গতবছরে মহারাষ্ট্রে ১১ কোটি ৫৪ লক্ষ পর্যটক এসেছিলেন।[(ছবি) বঙ্গোপসাগরের তীরে ভারতের সবচেয়ে সুদৃশ্য সমুদ্র সৈকতগুলি একঝলকে]

কর্ণাটক (৫)

কর্ণাটক (৫)

দক্ষিণের সবচেয়ে উন্নত রাজ্যের একটি বলে পরিচিত কর্ণাটক শিল্প টানার পাশাপাশি পর্যটক টানার ক্ষেত্রেও প্রথম পাঁচে রয়েছে। ২০১৬ সালে ১২ কোটি ৯৮ লক্ষ পর্যটক এই রাজ্যের নানা জায়গায় ভ্রমণ করেছেন।

অন্ধ্রপ্রদেশ (৪)

অন্ধ্রপ্রদেশ (৪)

একদিকে নানা দেবদেবীর মন্দির ও সঙ্গে সুদৃশ্য সমুদ্রতট অন্ধ্রপ্রদেশকে পর্যটন মানচিত্রে সবসময়ই উপরের দিকে রাখে। ২০১৬ সালে অন্ধ্রে ১৫ কোটি ৮৫ লক্ষ পর্যটক এসেছিলেন বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশ (৩)

মধ্যপ্রদেশ (৩)

নানা পৌরানিক স্থান ও ভারতীয় সংষ্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে মধ্যপ্রদেশের নানা এলাকা। আর সেই সভ্যতার টানেই বহু পর্যটক বছরভর মধ্যপ্রদেশে ভিড় করেন। এরাজ্যে ২০১৬ সালে ১৮ কোটি ৪৭ লক্ষ পর্যটক এসেছেন, এমনটাই বলছে সরকারি তথ্য।

উত্তরপ্রদেশ (২)

উত্তরপ্রদেশ (২)

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ পর্যটক টানার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে। এলাহাবাদ থেকে শুরু করে নানা এলাকা এখানকার ভারত বিখ্যাত। ২০১৬ সালে ২২ কোটি ৯৬ লক্ষ মানুষ পর্যটনে এসেছেন।

তামিলনাড়ু (১)

তামিলনাড়ু (১)

পর্যটক টানার ক্ষেত্রে তামিলনাড়ু সারা ভারতে সবচেয়ে এগিয়ে রয়েছে। এখানকার সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকার পাশাপাশি দেবদেবীর নানা ঐতিহাসিক স্থান পর্যটন স্থল হিসাবে তামিলনাড়ুতে প্রথম স্থানে বসিয়েছে। ২০১৬ সালে মোট ৩৪ কোটি ৪৩ লক্ষ মানুষ তামিলনাড়ুতে ঘুরতে এসেছেন।

English summary
Tamil Nadu and Uttar Pradesh top a list of states visited by Indian tourists last year, Tourism Ministry said. Tamil Nadu received most number of domestic tourists in 2016.
For Daily Alerts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more