For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাহুল ও স্পিতিতে ঘুরতে গেলে একবার এই জায়গা গুলিতে ঘুরে আসুন, নিঃসন্দেহে ভালো লাগবে

লাহুল ও স্পিতিতে ঘুরতে গেলে একবার এই জায়গা গুলিতে ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে

  • |
Google Oneindia Bengali News

গরমে ঠাণ্ডার জায়গা ঘুরতে প্রায় সকলেরই ভালো লাগে। এই তীব্র দাবদাহে থেকে বাঁচতে চলুন না একটু ঘুরে আসি ঠাণ্ডার জায়গায়। হিমাচলপ্রদেশে নিশ্চয়ই ঘুরতে গেছেন, গেছেন কী লাহুল ও স্পিতি জায়গায়। যদি না যান তাহলে এখনই ঘুরে আসুন এই জায়গাগুলিতে। এছাড়াও এখানে গেলে আরও কিছু সুন্দর জায়গা রয়েছে, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন দেখবেন মন আপনার ফুরফুরে থাকবে।

জানেন লাহুল উপত্যকায় তুষারবৃত পর্বত আছে। আছে সুন্দর নদীও। গরমে ঠাণ্ডা উপভোগ করতে এই জায়গায় ঘুরে যান। দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে।

চন্দ্রতাল লেক

চন্দ্রতাল লেক

হিমাচল প্রদেশে অবস্থিত চন্দ্রতাল লেক। লাহুল ও স্পিতির সবচেয়ে সুন্দর হ্রদগুলির মধ্যে একটি। তবে, এই চন্দ্রতাল লেক এখানকার একটি জনপ্রিয় হ্রদ। আর এর সৌন্দর্যের টানে মানুষ এখানে ছুটে আসে।

কাই মঠ

কাই মঠ

এই জায়গায় সুন্দর বুদ্ধ মন্দির রয়েছে। এই মন্দির খুব জাগ্রত বলে পর্যটকেরা মনে করেন। শুধু পর্যটকেরা না স্থানীয়রাও এটি বিশ্বাস করে থাকেন।

 পিন ভ্যালি জাতীয় উদ্যান

পিন ভ্যালি জাতীয় উদ্যান

হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি উপত্যকায় অবস্থিত পিন ভ্যালি জাতীয় উদ্যান। স্পিতি উপত্যকার দর্শনীয় স্থান এটি। এখানে সমৃদ্ধ জৈব রিজার্ভটি তার বিপন্ন উদ্ভিদ ও প্রানীর জন্য বিখ্যাত।

ধনকর লেক

ধনকর লেক

ধনকর হ্রদ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের স্পিতি উপত্যকার একটি উচ্চ উচ্চতার হ্রদ। এটি দেখার জন্য অনেক দূর থেকে অনেক পর্যটক দূরদূরান্ত থেকে আসেন।

কুনজুম পাস

কুনজুম পাস

কুনজুম পাস হল ভারতের সর্বোচ্চ পাসগুলির মধ্যে একটি। এখান থেকে মোহময়ী বারা- শিগ্রি হিমবাহের দৃশ্য দেখা যায়। যা দেখার অনেক পর্যটকই এখানে ছুটে আসেন।

কাজা

কাজা

হিমাচল প্রদেশ যাবেন আর কাজা ঘুরতে যাবেন না তাই কখন হয় নাকি? স্পিতি উপত্যকায় একটি ছোট শহরের নাম কাজা। মনোরম প্রাকৃতিক দৃশ্য, প্রাচীন সংস্কৃতি, নদীর জন্য এই জায়গাটি বিখ্যাত।

সুরজ তাল

সুরজ তাল

স্পিতির সবথেকে সুন্দর জায়গার মধ্যে এটি একটি। সুরজ তাল বরলাচা পাসের ঠিক নীচে অবস্থিত। এটি কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ জায়গা।

 ট্যাবো মঠ

ট্যাবো মঠ

লাহুল ও স্পিতি উপত্যকায় যারা ঘুরতে যান তারা কিন্তু ট্যাবো মঠে ঘুরতে যানই। স্পিতির একটি জনপ্রিয় ঐতিহাসিক স্থানের মধ্যে এটি একটি। এটি 'হিমালয়ের অজন্তা' নামেও পরিচিত।

বর্ষায় অরণ্যের রোমাঞ্চ উপভোগ করতে চান? হাতছানি দিয়ে ডাকছে আম্বোলিবর্ষায় অরণ্যের রোমাঞ্চ উপভোগ করতে চান? হাতছানি দিয়ে ডাকছে আম্বোলি

English summary
the most beautiful place to visit lahaul and spiti do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X