For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভয়ারণ্যের কোলে হ্যালিডে দ্বীপে থেকে আসুন এক রাত, উপভোগ করুন বন্য জগত

অভয়ারণ্যের কোলে হ্যালিডে দ্বীপে থেকে আসুন এক রাত, উপভোগ করুন বন্য জগত

  • |
Google Oneindia Bengali News

সৌন্দর্য্যের খোঁজে সাত সমুদ্র তেরো নদী পেরোতে হয় না। হাতের কাছেই খুঁজে পাওয়া যায় সম্পদ। বঙ্গোপসাগরের গা ঘেঁষা মাতলা নদীর মুখে দাঁড়িয়ে থাকা হ্যালিডে দ্বীপ তেমনই এক স্থান, যেখানে বন্যপ্রাণই পর্যটকদের মূল আকর্ষণ। সুন্দরবনের বিখ্যাত তিনটি অভয়ারণ্যের মধ্যে অন্যতম এই দ্বীপে করোনা ভাইরাসের প্রভাব কমতেই ভ্রমণ পিপাসুদের আনোগানা ফের বাড়বে বলেই আশা করা যায়। নিরিবিলি গা ছমছমে পরিবেশে বাঘ, হরিণ, কুমীর ও পাখি দেখার মজাই আলাদা। আর দেরি না করে চটপট ট্যুর প্ল্যান বানিয়েই ফেলুন।

ইতিহাসের ওপর অবস্থিতি

ইতিহাসের ওপর অবস্থিতি

হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত। বঙ্গোপসাগরের কাছে মাতলা নদীর বাঁকে দাঁড়িয়ে থাকা ম্যানগ্রোভ অরণ্য়ের দ্বীপের বিস্তার প্রায় ৬ বর্গ কিলোমিটার। ১৯৭৬ সালে হ্যালিডে দ্বীপকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপর থেকেই এই স্থানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। জঙ্গলকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

যাওয়ার পথ

যাওয়ার পথ

শিয়ালদহ থেকে ট্রেনে ক্যানিং পৌঁছে যাওয়া প্রাথমিক কাজ। সেখান থেকে হ্যালিডে দ্বীপে পৌঁছনোর বাস এবং প্রাইভেট গাড়ি পাওয়া যায়। অনেকে কলকাতা থেকেই গাড়ি করে পাড়ি জমান হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্যের উদ্দেশে। কেউ আবার বাসেই রওনা দেন গন্তব্য। সেক্ষত্রে ঘন জঙ্গলে পৌঁছতে অনেকগুলি ধাপ পেরোতে হয়।

কী দেখার আছে

কী দেখার আছে

১) হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্যের অবিচ্ছেদ্য অঙ্গ বুড়িরদাবরি ওয়াচ টাওয়ারে বসে সময় যে কীভাবে কেটে যায়, টের পাওয়া যায় না। ম্যানগ্রোভ অরন্যের বুক ভেঙে এগিয়ে চলা নিরিবিলি পথে গা ছমছম করে উঠতে বাধ্য। তবে ওয়াচ টাওয়ার থেকে হরিণ, বন্য শুকোর এবং কুমীরের নাড়াচাড়া দেখে মন ভরে যায়।

২) সংখ্যায় কম হলেও কখনও সখনও এই দ্বীপে দেখা দেন দক্ষিণরায়। কখনও মাতলায় নেমে স্নান ও জলপানও করে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। কপাল ভাল থাকলে বুড়িরদাবরি ওয়াচ টাওয়ার থেকেই দৃষ্টিগোচর হয় বাঘ। অনেকে আবার মাতলায় নৌকা বিহারে বেরিয়ে প্রত্যক্ষ করে ফেলেন বাংলার বাঘ।

৩) শীতে এই দ্বীপে ভিড় করে পরিযায়ী পাখিরা। তাদের কলরব অপরূপ পরিবেশ তৈরি করে।

কোথায় থাকবেন

কোথায় থাকবেন

সম্প্রতি রাজ্য প্রশাসনের উদ্যোগে এই দ্বীপকে ঢেলে সাজানো হয়েছে। তৈরি করা হয়েছে নানা রিসর্ট, হোটেল, হোম স্টে। তাই এই এলাকায় ভিড়ও নিত্যদিন বেড়েই চলেছে। করোনা ভাইরাসের প্রভাব খানিকটা কমলে এই এলাকায় ফের ভিড় জমাবেন ভ্রমণ পিপাসুরা। ইচ্ছে থাকলে এখনই ট্যুর প্ল্যান তৈরি করে বুক করে ফেলুন ঘর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Sundarban has enlighted by the beauty ofHaliday Wildlife Sanctuary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X