For Quick Alerts
For Daily Alerts
রাজস্থান থেকে গুজরাত, কেরল থেকে কর্নাটক : ২০২১-এর সেরা ভ্রমণের ঠিকানায় নজর রাখা যাক
অতিমারীতে জর্জরিত ২০২০ প্রায় শেষ। করোনা ভাইরাসের আতঙ্ক সঙ্গে নিয়েই ২০২১ সালে প্রবেশ করতে চলেছে বিশ্ববাসী। মনেপ্রাণে কী হয়, কী হয় ভাবনা। তা বলে ভ্রমণের মতো সুখানুভূতি থেকে বঞ্চিত হওয়া কি সম্ভব! তাই তো বাঙালি মন ছুটে যেতে চায় সাগর, মরুভূমি, পাহাড়। সেই আবেগে ভেসে দেখে নেওয়া যাক ২০২১ সালের সেরা ভ্রমণের ঠিকানা কোন কোন স্থান হতে পারে।অতিমারীতে জর্জরিত ২০২০ প্রায় শেষ। করোনা ভাইরাসের আতঙ্ক সঙ্গে নিয়েই ২০২১ সালে প্রবেশ করতে চলেছে বিশ্ববাসী। মনেপ্রাণে কী হয়, কী হয় ভাবনা। তা বলে ভ্রমণের মতো সুখানুভূতি থেকে বঞ্চিত হওয়া কি সম্ভব! তাই তো বাঙালি মন ছুটে যেতে চায় সাগর, মরুভূমি, পাহাড়। সেই আবেগে ভেসে দেখে নেওয়া যাক ২০২১ সালের সেরা ভ্রমণের ঠিকানা কোন কোন স্থান হতে পারে।
{photo-feature}

কলকাতাঃ এমপ্লয়মেন্টের এক্সচেজ্ঞের কার্ড বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার, খোঁচা শমীক ভট্টাচার্যে