For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুন্দর সিকিমের দুই অপরূপা: রিনচেনপং ও কালুক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

চলুন যাই পাহাড়ে। তুষারধবল কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশ আর পাখির মেলা। যেন ক্যানভাসে আঁকা এক টুকরো ছবি। এ নিয়েই কালুক আর রিনচেনপং।

কেন যাবেন: কালুক থেকে কাঞ্চনজঙ্ঘা-সহ অন্যান্য শৃঙ্গ দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে তো কথাই নেই। নীল আকাশের গায়ে সোনালি রোদে ঝকঝক করে শৃঙ্গরাজি।

কালুক থেকে তিন কিলোমিটার দূরে রিনচেনপং। সেখান থেকে দেখা যায় মাউন্ট পান্ডিম। রয়েছে পয়জন লেক। কালুক থেকে রিনচেনপংয়ের পথে পড়ে কয়েকটি পাহাড়ি ঝরনা। তার ধারে ঝোপঝাড়ে খেলে বেড়ায় প্রজাপতির দল।

আরও পড়ুন: এক ছুটিতেই অপরূপা সামসিং-সুনতালেখোলা-রকি আইল্যান্ড
আরও পড়ুন: সপ্তাহান্তে ছুটি হোক বা চড়ুইভাতি, আদর্শ গন্তব্য ম্যাসাঞ্জোর

দেখে নেওয়া যায় রিনচেনপং গুম্ফা, ওল্ড লেপচা হাউস, ব্রিটিশ আমলের ডাকবাংলো। ট্রেক করার ইচ্ছে ও সামর্থ্য থাকলে চলে যাওয়া যায় ৬৩০০ ফুট উঁচুতে অবস্থিত রিশম গুম্ফায়। এখান থেকেও হিমালয়ের শোভা অনবদ্য।

কীভাবে যাবেন: সিকিমের এই দুই জায়গায় যেতে হলে আপনাকে প্রথমে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি বা এনজেপি। হাওড়া ও শিয়ালদহ থেকে অনেকগুলি ট্রেন যাচ্ছে এনজেপি। নিউ জলপাইগুড়ি থেকে রিনচেনপং ১২৫ কিলোমিটার। ঘণ্টা পাঁচেক লাগে। সরাসরি গাড়িভাড়া করে বা শেয়ার জিপে যাওয়া যায়। রিনচেনপং থেকে কালুক তিন কিলোমিটার।

কোথায় থাকবেন: রিনচেনপঙে থাকতে পারেন হোটেল রিনচেন (৯৪৩৪৩৪৩৪৭২/9434343472), হোটেল নেস্ট (৯৮৩৬৪৬৪৬৩২/9836464632)।

কালুকেও থাকা যায়। রয়েছে গন্ডে ভিলেজ রিসর্ট (৯৮৩৬৪৬৪৬৩২/9836464632)।

English summary
Rinchenpong and Kaluk: Two beauties in exotic Sikkim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X