For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহানগরের ধুলোধোঁয়ায় বিরক্ত? দিনে-দিনেই ঘুরে আসুন গাদিয়াড়া

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতার ধুলোধোঁয়ায় বিরক্ত? চোখজুড়ানো নিগর্স আর শুদ্ধ বাতাসের সান্নিধ্য পেতে খুব দূরে যাওয়ার দরকার নেই। দিনে-দিনেই ঘুরে আসুন হাওড়া জেলার গাদিয়াড়া। খরচও হবে যৎসামান্যই।

আরও পড়ুন: ডুয়ার্সে এক টুকরো স্বর্গ সবুজ চামুর্চি
আরও পড়ুন: মায়াবী কুয়াশা, মেঘের লুকোচুরি, গাছে-গাছে কমলালেবু: ওয়াহ্ জম্পুই!

কেন যাবেন: গাদিয়াড়ায় সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পারেন। শোভা অপরূপ। এখানে হুগলী নদীর সঙ্গে এসে মিশেছে দামোদর ও রূপনারায়ণ নদ। মিলনস্থলটি যেন ছোটখাটো সমুদ্র। নদীর পাড় বাঁধানো সুন্দর করে। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে হেঁটে বেড়াতে বেশ লাগে। গাদিয়াড়া থেকে লঞ্চে যেতে পারেন গেঁওখালি। যদি ইতিহাসপ্রেমী হন, তা হলে রবার্ট ক্লাইভের তৈরি মর্নিংটন দুর্গ দেখে নিতে ভুলবেন না। তবে এটি এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আছে লাইট হাউস। দেখে নিন রূপনারায়ণ নদের বুকে জেগে ওঠা মায়াচর।

কীভাবে যাবেন: কলকাতা থেকে গাদিয়াড়ার দূরত্ব ৮০ কিলোমিটার। ট্রেনে এলে নামতে হবে বাগনান স্টেশনে। হাওড়া থেকে মেদিনীপুর বা খড়্গপুর লোকাল ধরে পৌঁছতে হবে। বাগনান স্টেশনে নেমে শ্যামপুর হয়ে পৌঁছতে হবে গাদিয়াড়া। ধর্মতলা বা হাওড়া থেকে বাসেও সরাসরি গাদিয়াড়া আসা যায়। আবার বাসে নুরপুর পৌঁছে সেখান থেকে লঞ্চে পৌঁছনো যাবে গাদিয়াড়া।

কোথায় থাকবেন: কলকাতা থেকে দিনে-দিনে ঘুরে আসা যায় গাদিয়াড়া। থাকার দরকার হয় না। তবে দূরবর্তী জেলা থেকে এলে থাকতে হবে বৈকি! গাদিয়াড়ায় থাকার ভালো জায়গা হল: রূপনারায়ণ ট্যুরিস্ট লজ (০৩২১৪-২৬৩১২৫/03214-263125), গাদিয়াড়া লজ অ্যান্ড রিসর্ট (০৩২১৪-২৬৩১০৬/03214-263106)।

English summary
Relax your mind, visit Gadiara in a few hours journey from Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X