For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের পাশে রামনাবাগানের জীব বৈচিত্র মনোমুগ্ধকর, মাত্র এক বেলার দর্শন

ঘরের পাশে রামনাবাগানের জীব বৈচিত্র মনোমুগ্ধকর, মাত্র এক বেলার দর্শন

  • |
Google Oneindia Bengali News

জঙ্গলে ঘোরা যাদের নেশা, তাদের কাছে হটস্পট হতে পারে রামনাবগান। বন্যপ্রাণীদের নানা মুহূর্তের ছবি যারা ক্যামেরাবন্দি করতে ভালোবাসেন, তাঁরা ঢুঁ মারতেই পারেন এই অভয়ারণ্যে। ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনায়াসে। সেই রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য করোনা পরবর্তী পরিস্থিতিতে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এক বেলার দারুণ আউটিং হতে পারে।

অবস্থিতি

অবস্থিতি

বর্ধমান স্টেশন থেকে চার কিলোমিটার দূরত্বে অবস্থিত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য। বর্ধমান থেকে দুর্গাপুরমুখী জিটি রোড বা দুই নম্বর জাতীয় সড়ক থেকে ৫০ মিটার এগোলেই পৌঁছে যাওয়া যায় এই অভয়ারণ্যে।

কীভাবে পৌঁছবেন

কীভাবে পৌঁছবেন

বর্ধমান স্টেশন থেকে দুর্গাপুরমুখী বাসে নামতে হবে গোলাপবাগ মোড়। সেখান থেকে থেকে সুকুমার সেন রোড ধরে খানিকটা এগোলেই পৌঁছে যাওয়া যায় রামনাবাগান অভয়ারণ্য। কলকাতা, দুর্গাপুর, আসানসোল থেকে বহু মানুষ প্রাইভেট গাড়িতে এক বেলার জন্য ঘুরে যান এই বন।

ইতিহাস

ইতিহাস

১৪.৩১ হেক্টরের ওপর দাঁড়িয়ে থাকা রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য ১৯৬০ সালে সংরক্ষিত জঙ্গল হিসেবে ঘোষিত হয়। ১৯৭৮ সকালে এই অরণ্যে ৬টি হরিণকে আশ্রয় দেওয়া হয়। তারপরই এই স্থানকে অভয়ারণ্যের তরজা দেওয়া হয়। শাল, সেগুন, পিয়ালের বনে ঘুরে বেড়ায় নানা প্রজাতির বন্যপ্রাণী ও পাখি। যা দেখতে ভিড় জমান মানুষ।

কী কী দেখবেন

কী কী দেখবেন

১) ১৯৮৮ সালে এই অভয়ারণ্যে ২৭টি চিত্রা হরিণের পাশাপাশা আটটি মায়া ও একটি কৃষ্ণসার হরিণও ছিল। বর্তমানে তাদের সম্মিলিত সংখ্যা বেড়ে হয়েছে ৬০। তার মধ্যে চিত্রা হরিণের সংখ্যা ৫০।

২) রামনাবাগান অভয়ারণ্যে ঘুরে বেড়ায় চিতা ও ভাল্লুক।

৩) নোনাজলে ঘুড়ে বেড়ানো কুমীর এই অরণ্যের অন্যতম আকর্ষণ।

৪) বিভিন্ন প্রজাতির কচ্ছপ, হাঁস এবং পাখি পর্যটকদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।

কোথায় থাকবেন

কোথায় থাকবেন

রামনাবাগান অভয়ারণ্যের আশেপাশে থাকার তেমন কোনও ব্যবস্থা নেই। বর্ধমান কিংবা দুর্গাপুরে এক রাত থেকে এই অভয়ারণ্যে ঢুঁ মারতে পারেন পর্যটকরা।

ছবি সৌ:ইউটিউব

English summary
Ramnabagan Wildlife Sanctuary is one of best attraction of Bardhaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X