For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের ধুলোধোঁয়া থেকে চলুন শান্ত সবুজ পাউসি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শহরের কর্মব্যস্ত জীবন থেকে একটু বিশ্রাম চান? নদীর ধারে সবুজ গাছগাছালি ঘেরা গ্রামে কাটিয়ে আসছেন না কেন ক'টা দিন! বেশি দূর নয়, চলুন পাউসি। হাত-পা ছড়িয়ে দু'টো দিন বেশ কেটে যাবে।

আরও পড়ুন: নিরিবিলি অবকাশ অথবা মধুচন্দ্রিমার সেরা ঠিকানা বাঁকিপুট
আরও পড়ুন: বেশি দূর নয়, ছুটিতে চলুন ২৮ মাইল!

কেন যাবেন: পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম পাউসি। বয়ে চলেছে বাগদা নদী। পাশেই ধান ক্ষেত আর পুকুর। নদীর ধারে বসে দেখবেন নৌকোর চলাচল, মাছরাঙার ওড়াউড়ি। নেই কোনও কোলাহল। রাতে যখন চারদিক নিশুতি, তখন নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দও শুনতে পাবেন কান পাতলে।

কীভাবে যাবেন: ট্রেনে এলে হাওড়া থেকে ধরতে হবে ১২৮৫৭ তাম্রলিপ্ত এক্সপ্রেস অথবা ১৮০০১ কাণ্ডারী এক্সপ্রেস। নামতে হবে কাঁথি স্টেশনে। সেখান থেকে পৌঁছনো যাবে ২৪ কিলোমিটার দূরে পাউসি।

এ ছাড়া, কলকাতা থেকে বাসেও আসতে পারেন। দীঘাগামী বাস ধরতে হবে। নন্দকুমার, মঠচণ্ডীপুর, হেড়িয়া পেরিয়ে পড়বে রসুলপুর নদ। সেতু পেরোলেই কালীনগর বাসস্ট্যান্ড। এখানেই আপনাকে নামতে হবে। এখান থেকে ভ্যানরিকশা ভাড়া করে পৌঁছতে পারেন ছ'কিলোমিটার দূরে পাউসি।

কোথায় থাকবেন: এখানে থাকার জন্য রয়েছে মনচাষা রিসর্ট। বাইরের অংশ বাঁশ, খড়, হোগলা দিয়ে তৈরি হলেও ভিতরে ঢুকে অবাক হয়ে যাবেন। গিজার থেকে শুরু করে রঙিন টিভি, কী নেই! রিসর্টের চারটি কটেজ রয়েছে। রিসর্ট সংলগ্ন এলাকায় রয়েছে বন তুলসী, কৃষ্ণ তুলসী, আমলকী ইত্যাদি ভেষজ উদ্ভিদ। মনচাষা রিসর্টে থাকার অতিরিক্ত পাওনা হল জিভে জল আনা বাঙালি খাবার। মনোরম পরিবেশে পরিবেশিত হবে গয়না বড়ি, লাবড়া, মুড়িঘণ্ট, নদীর টাটকা মাছ, পায়েস ইত্যাদি।

যোগাযোগ করতে পারেন: ৯৪৩২২৩৬৮২৪/9432236824 এবং ৯৮৩১০৯৫২৩৪/9831095234 এই নম্বরে। মনচাষা রিসর্টে আগে থেকে বলে রাখলে ওরা কাঁথি স্টেশন বা কালীনগর বাসস্ট্যান্ডে গাড়ি পাঠিয়ে দেবে।

English summary
Pausi: A riverside scenic spot far away from noisy city life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X