For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কোথায় দেখা যায় হিমালয়ান স্যালামেন্ডার, এই লুপ্তপ্রায় প্রাণির দেখা পেতে আসতে হবে নামথিং পোখরি

জানেন কোথায় দেখা যায় হিমালয়ান স্যালামেন্ডার, এই লুপ্তপ্রায় প্রাণির দেখা পেতে আসতে হবে নামথিং পোখরি

Google Oneindia Bengali News

শীতের আমেজ পড়ে গিয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে একটু বেশিই পারদ পতন হয়েছে। বেড়ানোর একেবারে মোক্ষম সময় বললে ভুল হবে না। এমন মনোরম আবহাওয়ায় ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন দিন পাঁচেকের ছোট্ট ছুটিতে। তার জন্য উত্তরবঙ্গের একাধিক অফবিট ডেস্টিনেশন অপেক্ষা করছে। চলে আসুন নামথিং পোখরিতে। উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম নামথিং পোখরি। খুব বেশি দূরে যেতে হবে না তার জন্য।

অফবিট ট্যুরিস্ট স্পট

অফবিট ট্যুরিস্ট স্পট

দার্জিলিং, মিরিক, কালিম্পং, কার্শিয়াং উত্তরবঙ্গ জুড়ে রয়েছে পর্যটন কেন্দ্র। একবার শিলিগুড়ি পৌঁছতে পারলেই হল। কোন দিকে যাবেন। উত্তর-পূর্বা ভারত অপেক্ষা করে রয়েছে পর্যটকদের জন্য। কিন্তু এই মনোরম আবহাওয়ায় একটু অফবিট জায়গায় বেড়াতে গেলে মন্দ হয় না। এমনই একটি জায়গা নামথিং পোখরি। রিয়াং নদীর ধারের গ্রাম নামথিং পোখরি। সিটং থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছে এই নামথিং পোখরি।

লুপ্তপ্রায় হিমালয়ান সেলাম্যান্ডারের বাস

লুপ্তপ্রায় হিমালয়ান সেলাম্যান্ডারের বাস

এই নামথিং পোখরির একটা বিশেষত্ব যেমন প্রাকৃতিক সৌন্দর্য ঠিক তেমনই আরেকটি বিশেষত্ব এখানেই একমাত্র দেখা মেলে প্রাগৈতিহাসিক কালের লুপ্তপ্রায় প্রাণি হিমালয়ান স্যালামেন্ডারের। ছোট্ট গিরগিটির মত দেখতে এই হিমালয়ান স্যালামেন্ডারকে এখনও দেখা যায় এখানে। অনেক ওয়াইল্ড লাইভ বিশেষজ্ঞ এই প্রাণিিটকে দেখতেই চলে আসেন নামথিং পোখরিতে।

কোথায় থাকবেন

কোথায় থাকবেন

নামথিং পোখরিতে থাকার জায়গা নেই। এখানে বে়ড়াতে হলে থাকতে হবে সিটংয়ে। সেখানে একাধিক হোমস্টে রয়েেছ। ছবির মতো সাজানো পাহাড়ি গ্রাম সিটং। অপরূপ তার শোভা। কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে পাহাড়ের ধাপে ধরে রয়েছে ছোট ছোট ঘরবাড়ি। আর এই সময় সিটং গেলে কমলালেবুর বাহার দেখতে পাবেন পর্যটকরা। সিটংয়ের গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে কমলালেবুর গাছ। আর তাতে ধরে থাকে কমলালেবু। এই সিটং থেকেই ৫ কিলোমিটার দূরে রয়েছে নামথিং পোখরি। সেখানে হেঁটেও যেতে পারেন ট্রেকাররা।

আর কি দেখার জায়গা রয়েছে

আর কি দেখার জায়গা রয়েছে

হিমালয়ান স্যালামেন্ডার ছাড়াও নামথিং পোখরির কাছে রয়েছে আরও অনেক দেখার জায়গা। রয়েছে লাং লেপচা বৌদ্ধ গুম্ফা। প্রায় ৩৫০ বছরের প্রাচীন এই গুম্ফাটি। আবার সিংয়ের কাছেই রয়েছে মংপু। এখানেই মৈত্রেয়ী দেবীর বাংলো বাড়িতে থাকতেন ররীন্দ্রনাথ ঠাকুর। কাজেই নামথিং পোখরির লুপ্তপ্রায় প্রাণি দেখার সঙ্গে সঙ্গে আশপাশের একাধিক জায়গায় বেড়িয়ে আসতে পারবেন পর্যটকরা। আর এই সময়ে এখানে বেড়ানোর সবচেয়ে ভাল সময়। গাছ ভর্তি কমালেবু আর শীতের কাঞ্চজঙ্ঘা দুই একসঙ্গে উপভোট করতে পারবেন পর্যটকরা।

পোড়ো নীলকুঠিই এখন পর্যটনের আকর্ষণ, মিলবে ভূতের সঙ্গ পোড়ো নীলকুঠিই এখন পর্যটনের আকর্ষণ, মিলবে ভূতের সঙ্গ

English summary
Offbeat tourist spot of North Bengal Namthing Pokhri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X