For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যেতে হবে সাগর পেরিয়ে আন্দামানে, কলকাতার কাছেই কয়েক ঘণ্টার মধ্যেই ঘুরে আসুন সবুজ দ্বীপ থেকে

এক দিনের ছুটিতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই সবুজ দ্বীপ থেকে

Google Oneindia Bengali News

সবুজ দ্বীপ। নামটা সকলেরই চেনা। জনপ্রিয় অ্যাডভেঞ্চার ছবি কাকাবাবু-র সুবাদে সবুজ দ্বীপ বেশ জনপ্রিয় নাম। কিন্তু সবুজ দ্বীপ কলকাতার কাছেই রয়েছে জেনে অনেকেই হয়তো অবাক হবেন। কারণ ছবির সুবাদে আন্দামানের কাছেই সবুজ দ্বীপ রয়েছে বলে অনেকেই মনে করে থাকেন। কিন্ত সত্যি কথা বলতে কি সেটা সিনেমা। আন্দামানে সেই সবুজ দ্বীপ বলে কিছু নেই। বাস্তবে সবুজ দ্বীপ রয়েছে কলকাতার খুব কাছেই।

ঘরের কাছেই সবুজ দ্বীপ

ঘরের কাছেই সবুজ দ্বীপ

সবুজ দ্বীপ। কাকাবাবুর সবুজ দ্বীপ। আন্দামান, জারোয়া। এই সব কথা মনে পড়ে যায়। কিন্তু পুরোটাই যে গল্প কাহিনী। আসল সবুজ দ্বীপ কোথায় রয়েছে জানেন? আসল সবুজ দ্বীপ রয়েছে কলকাতা থেকে মাত্র ঘণ্টা দেড়েকের দূরত্বে হুগলি নদীর মাঝে। নৌকা করে যেতে হয় সেই সবুজ দ্বীপে। অনেকেই হয়তো জানেন না সেই ঠিকানা। এখনও সড়ক পথে যোগাযোগ পথ তৈরি হয়নি সেই সবুজ দ্বীপে। তাই নৌকা করেই সেই অ্যাডভেঞ্জারে সামিল হতে হয়।

কেমন এই সবুজ দ্বীপ

কেমন এই সবুজ দ্বীপ

না এই সবুজ দ্বীপে কোনও জারোয়ার দেখা মিলবে না। হুগলি নদীর উপর চড়া পড়ে তৈরি হয়েছে এই দ্বীপটি। সেখানে আবার খাবারের দোকাও রযেছে। মাছ মাংস, ডিম ভাত। কবজি ডুবিয়ে খাওয়া যায় এখানে। সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের চা সবই পাওয়া যায়। কাছাকাছির মানুষের জনপ্রিয় পিকনিক স্পট এটি। তবে এখানে জনবসতি নেই। পিকনিক স্পট হিসেবে গুটি কয়েক অস্থায়ী দোকান রয়েছে মাত্র। গাছে ভরা দ্বীপটি। রয়েছে একটি ওয়াচ টাওয়ার। যেখান থেকে পুরো দ্বীপটিকে দেখা যায়। একদিনের ছুটিতে চড়ুইভাতির আদর্শ জায়গা।

আর কী দেখার রয়েছে

আর কী দেখার রয়েছে

সবুজ দ্বীপে যাওয়ার আগে একবার ঘুরে নেবেন আনন্দময়ী মাতার মন্দির। সোমড়া স্টেশনে নেমে মাত্র ৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই আনন্দময়ী মাতার মন্দির। এই মন্দিরটি দেখেই নাকি রানি রাসমনি দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাণ শুরু করেন। আট চালার মন্দিরে রয়েছে আনন্দময়ী মাতার মন্দির। টেরাকোটার কারুকাজ করা মন্দিরটি ৩৫০ বছরের বেশি পুরনো। অনেকেই এই মন্দিরে আসেন দর্শণ করতে। কাজেই সবুজ দ্বীপে যাওয়ার আগে একবার এই মন্দিরটি দর্শণ করে যাবেন।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

কলকাতা থেকে মাত্র ঘণ্টা দেড়েকের পথ। ব্যান্ডেল লোকালে চড়ে নামতে হবে সোমড়া স্টেশনে। তার আগের স্টেশন বলাগড়। সোমড়া স্টেশনে নেমে টোটো করেই পৌঁছে যাওয়া যায় আনন্দময়ী মাতার মন্দির। সেটা দেখে সোজা ফেরি ঘাটে। সেখান থেকে নৌকা করে সবুজ দ্বীপ। সেখানে দিনভর কাটিয়ে ফিরে আসুন বাড়িতে। অনেকেই জানেন না এই সবুজ দ্বীপের কথা।

ছবি সৌ:ওয়ান্ডার ট্রেভেল/ইউটিউব ভিডিও

জানেন কোথায় আছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির, কলকাতার কাছেই একদিনেই বেড়িয়ে আসা যায়জানেন কোথায় আছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির, কলকাতার কাছেই একদিনেই বেড়িয়ে আসা যায়

English summary
Sobuj Deep is nearest tourist spot from Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X