For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভারতের এই বিলাসবহুল ট্রেনগুলির নাম শুনেছেন কি?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভারতবর্ষ এক অনন্য দেশ। অতীতে বলা হত যা ভারতে নেই তা পৃথিবীর আর কোথাও নেই। আর কথাটি একেবারেই সঠিক। ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য যেন ভরপুর ভারতের প্রতিটি প্রদেশে। [ভারতের এই দশটি অদ্ভুত মন্দির সম্পর্কে আপনি জানেন না]

আমাদের দেশের প্রতিটি প্রদেশ, প্রতিটি অঞ্চলই যেন অজানা রহস্যে মোড়া। প্রতিটি জায়গার আলাদা ইতিহাস রয়েছে। এবং এক একটি জায়গা রূপে-গুণে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি। [ ভারতের সেরা ৬ মিউজিয়াম]

ঘুরতে যেতে ভালোবাসলে ভারতের এই জায়গাগুলি আপনার গন্তব্য হতে পারে। এক একটি জায়গা এক একরকমের। কোনটির শোভা স্বর্গীয় তো কোনওটির পরতে পরতে ইতিহাস রয়েছে। [পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের জনপ্রিয় কয়েকটি দেবী মন্দির]

তবে ঘুরতে যেতে হলে বাহন তো চাই। আর সেটা যদি হল ঘুরতে যাওয়ার চেয়েও বেশি আকর্ষণীয় তাহলে তো কথাই নেই। তাই নিচের স্লাইডে রইল ভারতের কয়েকটি বিলাসবহুল ট্রেন সম্পর্কে নানা তথ্য। [মহীশূর নিয়ে কয়েকটি অজানা তথ্য]

প্যালেস অন হুইলস

প্যালেস অন হুইলস

১৯৮৩ সালে এই ট্রেন যাত্রা শুরু হয়। ভারতের সবচেয়ে পুরনো বিলাসবহুল ট্রেন এটি। ২০০৯ সালে ফের একবার ভারত সরকারের তরফে এই ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এতে ২৩টি কোচ রয়েছে এবং সবকটিই রাজপুত প্রদেশের নামে নামকরণ করা হয়েছে। দিল্লি থেকে জয়পুর পর্যন্ত এই পরিষেবা রয়েছে। মোট ৭দিনের যাত্রা।

রয়্যাল রাজস্থান অন হুইলস

রয়্যাল রাজস্থান অন হুইলস

প্যালেস অন হুইলসের মতো এই ট্রেনটিও ২০০৯ সালে যাত্রা শুরু করেছে। রাজস্থানের ঐতিহ্যকে মাথায় রেখে এর ভিতরের সাজসজ্জা করা হয়েছে। এই ট্রেনটিও দিল্লি থেকে ছাড়ে।

গোল্ডেন চ্যারিয়ট

গোল্ডেন চ্যারিয়ট

দক্ষিণ ভারতের সবচেয়ে দর্শনীয় জায়গাগুলি ঘুরতে গেলে এই ট্রেনটিতে উঠে 'রয়্যাল জার্নি' করতে পারেন। কর্ণাটক থেকে ছেড়ে দক্ষিণ ভারত ঘুরিয়ে ফের কর্ণাটকেই এনে দেবে এই ট্রেন।

মহারাজা'স এক্সপ্রেস

মহারাজা'স এক্সপ্রেস

২০১০ সালে এই ট্রেনের যাত্রা শুরু হয়। মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের একটা বিরাট অংশ এই ট্রেনে চড়ে ঘুরতে পারবেন। অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে এই ট্রেনের বুকিং করা যায়।

ডেকান ওডিসি

ডেকান ওডিসি

মহারাষ্ট্র ট্যুরিজমের এক অনন্য অংশ ডেকান ওডিসি ট্রেনটি। মুম্বই, সিন্ধু দুর্গ, গোয়া, ভাস্কো, কোলাপুর, ঔরঙ্গাবাদ, নাসিক হয়ে ফের মুম্বইয়ে ফেরে এই ট্রেন। তবে সবকটি ট্রেনেই ঘুরে বেড়াতে মধ্যবিত্তের পকেটে টান পড়বেই।

English summary
Luxury Trains in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X