For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বকখালির ভিড় এড়িয়ে সপ্তাহান্তে হেনরি আইল্যান্ড

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

হেনরি
সপ্তাহ শেষের দু'টো দিন ঘুরে আসুন হেনরি আইল্যান্ড। সময়ও লাগবে কম, খরচও সাধ্যে কুলোবে। জল-জঙ্গল যেন দিগন্তপটে আঁকা ছবি।

কেন যাবেন: বকখালির মতো ভিড় নেই। বেলাভূমি তুলনামূলক পরিষ্কার। সেখানে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ার দল। তাড়া করলে দৌড়ে ঢুকে পড়ে গর্তে। এখান থেকে দেখা যায় সুন্দরবনের একটা অংশ। হেনরি আইল্যান্ডে দেখবেন সুন্দরী, হেতাল, গরান, গেঁও, গোলপাতা ইত্যাদি গাছ। দূরের জল-জঙ্গল দেখতে একটি ওয়াচটাওয়ার রয়েছে। ওপর থেকে চরাচর দেখে চোখ জুড়িয়ে যায়। রাতে জ্যোৎস্না চিকচিক করে জলের ওপর। পূর্ণিমা রাতে হেনরি আইল্যান্ডের রূপই আলাদা।

আরও পড়ুন: পাখি ভালো লাগে? তবে যেতেই হবে কুলিক
আরও পড়ুন: ব্যাঙ্গালোরের ব্যস্ত জীবন থেকে নিরালা নিসর্গ হোন্নাবর

কীভাবে যাবেন: কলকাতার এসপ্ল্যানেড থেকে সরাসরি বাস আসছে বকখালি। হাতানিয়া-দোয়ানিয়া নদী পেরিয়ে পৌঁছতে হবে বকখালি। এখান থেকে হেনরি আইল্যান্ড তিন কিলোমিটার। ভ্যান রিকশা পাওয়া যায়।

এ ছাড়াও রেলপথে আসতে পারেন হেনরি আইল্যান্ড। শিয়ালদহ থেকে ট্রেনে আসুন নামখানা। স্টেশন থেকে আসুন হাতানিয়া-দোয়ানিয়া নদীর ঘাটে। নদী পেরিয়ে বকখালি হয়ে চলুন হেনরি আইল্যান্ড।

কোথায় থাকবেন: নির্জন হেনরি আইল্যান্ডে থাকার জন্য রয়েছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের দু'টি রিসর্ট। সরাসরি যোগাযোগ করতে পারেন: রাজ্য মৎস্য উন্নয়ন নিগম, নর্থ ব্লক, বিকাশ ভবন, সল্ট লেক। ফোন নম্বর: ২৩৫৮৩১২৩/ 23583123

English summary
Just three kms from crowded Bakkhali, enjoy virgin beauty of Henry Island
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X