For Quick Alerts
For Daily Alerts
(ছবি) জেনে নিন প্রতিবেশী ঝাড়খণ্ডের সেরা উইকএন্ড ডেস্টিনেশন
পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডে প্রচুর বাঙালি থাকেন। বহু বাঙালি এখানকার মাইথন বাঁধ , পাঞ্চেত বাঁধ, ম্যাসাঞ্জোর বাঁধ থেকে শুরু করে নানা জায়গা দেখতে ও ছুটি কাটাতে আসেন। কয়েকদিনের ছোট ট্রিপের জন্য এই জায়গা গুলি একেবারে আদর্শ। [ভারতের সেরা হিল স্টেশনগুলির একঝলক]
আগে সাধারণত একটু শীতের দিকেই মানুষজন ঝাড়খণ্ডের মতো জায়গাগুলিতে পা দিতেন। তবে এখন নানা ধরনের সুবিধা থাকায় গরম একটু কম থাকলেই সপ্তাহান্তের সেরা ডেস্টিনেশন এই হতে পারে ঝাড়খণ্ড। [ছোট্ট ট্রিপে বেরিয়ে আসুন কালিম্পং]
অনেকেই এখানকার চেনা কয়েকটি জায়গা ঘুরেই চলে আসেন। তবে তা ছাড়াও আরও বেশ কিছু জায়গা রয়েছে, ঝাড়খণ্ডে গেলে যেখানে একবার ঢুঁ মেরে আসতেই হবে। নিচের স্লাইডে দেখে নিন কীভাবে ঝাড়খণ্ড হয়ে উঠতে পারে আপনার সেরা উইকএন্ড ডেস্টিনেশন। [গরমে কাবু? একফাঁকে ঘুরেই আসুন গ্যাংটক]
{photo-feature}