For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দেখে নিন হিমালয়ের সেরা চূড়াগুলির কয়েকঝলক

  • |
Google Oneindia Bengali News

ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা যেন গোটা দেশটাকেই এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। দেশ-বিদেশের বহু পর্যটক সারা বছর এই মোহময়ী হিমালয়ের টানেই এর আশেপাশে নানা জায়গায় ভিড় জমান। [হিমালয়ের কোলে সেরা লেকগুলির নৈসর্গিক দৃশ্য]

এর রূপ-সৌন্দর্য এককথায় নৈসর্গিক। সবচেয় বড় কথা, একেক জায়গায় আলাদা আলাদা রূপে ধরা দিয়েছে আমাদের দেশের বিশেষত উত্তর অংশে অবস্থিত বিভিন্ন পর্বতমালা। [ভারতের সেরা প্রাসাদগুলির রাজকীয় রূপ]

ভিন্ন ভিন্ন নামে পরিচিত এই সকল পর্বতচূড়াগুলির কয়েকঝলক দেখে নিতে ক্লিক করুন নিচের স্লাইডে। [বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল রাস্তাগুলির একঝলক]

কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা

দার্জিলিংয়ে গিয়ে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার রূপ না দেখতে পারলে ঘোরা পূর্ণতা পায় না। বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপরে রোদ পড়লে তার রূপ অনন্য হয়।

কিন্নর-কৈলাশ

কিন্নর-কৈলাশ

বলা হয় এখানে থাকেন স্বয়ং ভগবান শিব। এখানকার নৈসর্গিক দৃশ্য চোখধাঁধানো।

মণিমহেশ কৈলাশ

মণিমহেশ কৈলাশ

বরফ আর মেঘের চাদরে ঢাকা এই পর্বতশৃঙ্গের রূপও অনন্য।

ওম পর্বত

ওম পর্বত

ওম পর্বতও ভারতের পরিচিত পর্বতশৃঙ্গগুলির মধ্যে অন্যতম।

সান্দাকফু

সান্দাকফু

বাঙালিরা হিমালয়ের অন্যতম পরিচিত পর্বতশৃঙ্গ সান্দাকফু দেখতেও প্রতিবছর রাজ্যের উত্তর অংশে ভিড় জমান।

স্টক কাংরি

স্টক কাংরি

হিমালয়ের যে অংশ লাদাখে অবস্থিত, সেখানকারই একটি পরিচিত পর্বতশৃঙ্গ হল এই স্টক কাংরি। এটির নৈসর্গিক দৃশ্যও অসাধারণ।

ত্রিশূল শৃঙ্গ

ত্রিশূল শৃঙ্গ

হিমালয়ের এই অংশটি পশ্চিম কুমায়ুনে অবস্থিত। মোট তিনটি চূড়া একত্রে থাকায় এটির নাম ত্রিশূল শৃঙ্গ।

English summary
India Tourism – Mountain Peaks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X