For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে গড়ে উঠেছে নতুন পর্যটনকেন্দ্র, কয়েকদিনের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসুন নির্দ্বিধায়

নতুন পর্যটনকেন্দ্র তৈরি হয়েছে রাজ্যে। গাজলডোবায় নতুন পর্যটনকেন্দ্র 'ভোরের আলো' সেজে উঠছে জোরকদমে।

  • |
Google Oneindia Bengali News

নতুন পর্যটনকেন্দ্র তৈরি হয়েছে রাজ্যে। গাজলডোবায় নতুন পর্যটনকেন্দ্র 'ভোরের আলো' সেজে উঠছে জোরকদমে। মোট ৬টি সরকারি কলেট তৈরি হয়েছে। পরের ধাপে গড়ে উঠছে আরও ২০টি কটেজ।

রাজ্যে গড়ে উঠেছে নতুন পর্যটনকেন্দ্র

শুধু গাজলডোবার পর্যটনকেন্দ্রই নয়। আরও অনেক পরিকল্পনা রাজ্য সরকারের ভাবনায় রয়েছে। তিস্তা থেকে মংপো পর্যন্ত রিভার রাফটিং করানো হতে পারে। এছাড়া বোটও নামানোর পরিকল্পনা রয়েছে। সেখানে নৌকায় ঘোরানোর ব্যবস্থা হবে পর্যটকদের। এছাড়া সেই এলাকায় ছোট হাসপাতালও তৈরি হবে।

এসবরে পাশাপাশি বিনোদনের আরও নানাবিধ ব্যবস্থা করা হবে। হেলিপ্যাড, হট এয়ার বেলুন, জঙ্গল সাফারির ব্যবস্থাও থাকবে মনোরঞ্জনের জন্য। গাজলডোবাকে পর্যটন হাব তৈরি করার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হাবের নাম রাখা হয়েছে ভোরের আলো। জঙ্গল, তিস্তা নদী, কাছাকাছি কাঞ্চনজঙ্ঘার শোভা মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি সন্দেহ নেই।

পরিবার নিয়ে কয়েকদিনের ছুটিতে এই জায়গা আদর্শ হতে পারে। গোটা এলাকাকে পর্যটনের পাশাপাশি অন্যান্য দিক থেকেও উপযোগী করে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতেও সরকার উদ্যোগ গ্রহণ করছে বলে পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে।

English summary
The Bengal Tourism Department has plan to develop new tourism hub at Gajoldoba in North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X