For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশি পর্যটকদের আকর্ষণ ভারতের এই পাঁচ রাজ্য, কিন্তু কেন

বিদেশি পর্যটকদের আকর্ষণ ভারতের এই পাঁচ রাজ্য, কিন্তু কেন

  • |
Google Oneindia Bengali News

সমীক্ষা বলছে যে ধীরে ধীরে বিদেশি পর্যটকদের পীঠস্থান হয়ে উঠছে ভারত। পর্যটনের হাত ধরে ভারতের রোজগার বেড়েই চলেছে বলে জানানো হয়েছে। তা দেশের জিডিপি বৃদ্ধি ও বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। দেশের কোন কোন রাজ্যে বিদেশি পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আর্থিক বৃদ্ধিতে পর্যটন

আর্থিক বৃদ্ধিতে পর্যটন

২০২০-র ইকনমিক সার্ভে-র রিপোর্ট অনুযায়ী, ২০১৯-র জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ভারতের ২৪ বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা আমদানি হয়েছে। পর্যটনের মন্দার বাজারেও ২০১৮ সালে আন্তর্জাতিক পর্যটক আগমনে ভারত বিশ্বে ২২ নম্বর স্থানে ছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

কোন কোন দেশ থেকে পর্যটকদের আনাগোনা

কোন কোন দেশ থেকে পর্যটকদের আনাগোনা

২০২০-র ইকনমিক সার্ভে-র রিপোর্ট অনুযায়ী ভারতে বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, শ্রীলঙ্কা, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া, চিন, জার্মানি ও রাশিয়া থেকে সবচেয়ে বেশি পর্যটক ভারত ভ্রমণে আসেন। ২০১৮-র হিসেবে অনুযায়ী ভারতে ৬৫ শতাংশ বিদেশি পর্যটক এই ১০টি দেশ থেকে এসেছেন। ভারতের কোন কোন রাজ্যে বিদেশি পর্যটকদের আকর্ষণ আটকে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

তামিলনাড়ু

তামিলনাড়ু

ভারতের প্রাচীন সংস্কৃতির পীঠস্থান তামিলনাড়ুকে মন্দির-রাজ্যও বলে থাকেন অনেকে। ছোট ও বড় মিলিয়ে এ রাজ্যে পাঁচশোরও বেশি মন্দির রয়েছে বলে জানা যায়। সেসব প্রাচীন স্থপতির নির্মাণ ও কারুশৈলীতে মুগ্ধ হতে তামিলনাড়ুতে বিদেশি পর্যটকদের ভিড় বাড়ছে বলে জানানো হয়েছে।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

কৈলাশ মন্দিরের ইলোরা গুহার কারুকার্যের টানে মহারাষ্ট্রে ঢুঁ মারেন বিদেশি পর্যটকরা। পুনের শনিবারওয়াড়া, মহাবালেশ্বর, দৌলতাবাদ দুর্গ, মেলঘাট টাইগার রিজার্ভ এই রাজ্যের অন্যান্য আকর্ষণ বলে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ

মুঘল সম্রাট শাহজাহানের স্মৃতি বিজড়িত তাজমহল বিশ্বের অন্যতম আশ্চর্য। সম্রাট আকবরের হাতে গড়া ফতেপুর সিকরি, আগ্রা ফোর্টও বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা-ধন্য মথুরা, বৃন্দাবন, মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্র, শ্রী রামচন্দ্রের অযোধ্যা বিদেশি পর্যটকদের আরও বেশি উত্তরপ্রদেশমুখী করছে বলে সমীক্ষায় বলা হয়েছে।

দিল্লি

দিল্লি

রাজধানী দিল্লি এই মুহূর্তে ভারতের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি। দেশের প্রাচীন এই শহরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা লালকেল্লা, কুতুব মিনার, জামা মসজিদ, ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন দেখতে ছুটে আসেন বিদেশি পর্যটকরা।

রাজস্থান

রাজস্থান

রাজপুত-মোঘলদের সংগ্রামের কাহিনী বর্ণিত রাজস্থানে। রাজ্যকে ঘিরে থাকা থর মরুভূমি এবং তারই চুতুর্পাশে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রাজা এবং সম্রাটদের দুর্গগুলিতে বিদেশি পর্যটকদের ভিড় হয় বেশি। মাউন্ট আবু-র আকর্ষণও ছাড়তে পারেন না ভ্রমণ পিপাসু মানুষ।

সমীক্ষা মতে

সমীক্ষা মতে

২০২০-র ইকনমিক সার্ভে-র রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালে ভারতের এই পাঁচ রাজ্যে আসা পর্যটকদের মধ্যে ৬৭ শতাংশ মানুষ বিদেশি। তাই এই পাঁচ রাজ্যকে ঢেলে সাজানোর উদ্যোগও নিয়েছে সরকার।

English summary
Five States of India which have major attraction of foreign tourists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X