For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলুন নৈসর্গিক পঞ্চলিঙ্গেশ্বর, জুড়ে নিন কুলডিহাও

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পঞ্চু
সপ্তাহান্তে ছুটি হোক কিংবা পুজোর অবকাশ, দারুণ ঠিকানা পঞ্চলিঙ্গেশ্বর। দেবস্থানের পাশাপাশি এখানে পাবেন পাহাড়িয়া আরণ্যক পরিবেশ। আর পঞ্চলিঙ্গেশ্বরের সঙ্গে যদি কুলডিহা জুড়ে নেন, তা হলে পাঁচ-ছ'দিনের একটা উপভোগ্য ছুটি হয়ে যাবে।

আরও পড়ুন: ছোট্ট ছুটিতে ঘরের কাছে পিয়ালি দ্বীপ
আরও পড়ুন: পাখি ভালোবাসেন? ঘুরে আসুন মংলোজোড়ি

কেন যাবেন: পঞ্চলিঙ্গ থেকে নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। পাহাড়ের গা বেয়ে ঝরছে ঝরনা। সেই ঝরনার জল এসে জমছে নীচের একটি গর্তে। জলভর্তি এই গর্তের ভিতর রয়েছে পাঁচটি শিবলিঙ্গ। জলে হাত ডুবিয়ে শিবলিঙ্গগুলি স্পর্শ করা যায়। আর এই টিলার চারপাশের পরিবেশ গা ছমছমে। চারপাশ ঘিরে রয়েছে আম, শিরীষ, শাল, চাকুন্দি, অশোক, আকাশমণি ইত্যাদি গাছ। বুনো ফুলের গন্ধ ভেসে আসে বাতাসে। দুপুরেও শান্ত স্নিগ্ধ ছায়া ঢেকে রাখে চারদিক। সময় ও শরীর অনুমতি দিলে জঙ্গলাকীর্ণ পথে ঘুরে আসতে পারেন দেবকুণ্ড, সূর্যকুণ্ড ও উষাকুণ্ড।

পঞ্চলিঙ্গেশ্বর থেকে ৫৬ কিলোমিটার দূরে রয়েছে আর এক আকর্ষণ, কুলডিহার জঙ্গল। এমনই মনোরম পরিবেশ যে, আপনার অন্দরের রোমান্টিক সত্তা জেগে উঠতে বাধ্য। দু'পাশে শাল, সেগুন, ছাতিম গাছের ঘন জঙ্গল। মাঝখান দিয়ে মোরাম বিছানো লালমাটির রাস্তা। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোর বিচ্ছুরণ, পাখির কলতান, বিশুদ্ধ শীতল বাতাস, সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। কুলডিহা অরণ্য লাগোয়া রিসিয়া ড্যাম আর এক আকর্ষণ। ২৭২ বর্গকিলোমিটার বিস্তৃত কুলডিহার জঙ্গলে হরিণ, হাতি, লেপার্ড ঘুরে বেড়ায় নিশ্চিন্তে।

কীভাবে যাবেন: কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর বা কুলডিহা যেতে হলে প্রথমে আপনাকে পৌঁছতে হবে বালেশ্বর। হাওড়া থেকে বালেশ্বর যাচ্ছে ১২৮২১ ধৌলি এক্সপ্রেস, ১২৭০৩ ফলকনুমা এক্সপ্রেস, ১৮৬৪৫ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেস, ১৮৪০৯ শ্রীজগন্নাথ এক্সপ্রেস, ১২৪৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, ১২৮৩৭ পুরী এক্সপ্রেস ইত্যাদি ট্রেন। বালেশ্বর থেকে ৩০ কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর। আর পঞ্চলিঙ্গেশ্বর থেকে ৫৬ কিলোমিটার দূরে কুলডিহা।

কোথায় থাকবেন: পঞ্চলিঙ্গেশ্বরে থাকার সবচেয়ে ভালো জায়গা হল ওডিশা পর্যটনের পান্থনিবাস। ঘরভাড়ার সঙ্গে ধরা আছে বেড টি ও প্রাতরাশের খরচ। সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়: পান্থনিবাস, পঞ্চলিঙ্গেশ্বর, পো:- শ্যামসুন্দরপুর, ভায়া- রাজনীলগিরি, জেলা- বালেশ্বর (ফোন নম্বর: ০৬৭৮২-২১১৯৫৯/06782-211959)।

কিংবা ই-মেইল করতে পারেন: [email protected]

কুলডিহা থেকে দিনে দিনে ঘুরে আসতে পারেন আবার থাকতেও পারেন। সেখানে থাকার জন্য রয়েছে কুলডিহা ইকো-ট্যুরিজম বাংলো। সরাসরি কথা বলতে পারেন এই নম্বরে: ০৯০৪০২-৬৭৫৩৯/090402-67539

এ ছাড়াও, কুলডিহাতে থাকার জন্য রয়েছে ওডিশা বন উন্নয়ন নিগমের বাংলো। যোগাযোগ করুন: ০৬৭৮২-২৫৬১৪২/06782-256142

English summary
Enjoy your leisure at exotic Panchalingeshwar and Kuldiha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X