For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তুষারধবল হিমালয় আর চোখজুড়ানো সবুজ, এই নিয়েই চটকপুর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পাহাড়ও পাবেন, আবার বরফে মোড়া শৃঙ্গ। ঘর থেকে বেশি দূর নয়, ঘুরে আসুন চটকপুর। গ্রামে হোমস্টে পদ্ধতিতে থেকে বাড়াতে পারে অভিজ্ঞতার ঝুলি।

কেন যাবেন: সিঞ্চল অভয়ারণ্যে ৭৭৮৮ ফুট উচ্চতায় চটকপুরের অবস্থান। ঘন জঙ্গলে অপার নৈঃশব্দ্য। মাঝে মাঝে তা ভেঙে যায় বিভিন্ন প্রজাতির পাখির ডাকে। পাহাড় থেকে নীচের দিকে তাকালে দেখা যায় শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের ছবি। যেন ক্যানভাসে আঁকা। আকাশ পরিষ্কার থাকলে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এ ছাড়াও হিমালয়ের আরও কতগুলি বিখ্যাত শৃঙ্গ দেখা যায়। চটকপুরে দেখতে পাবেন স্যালামান্ডার নামক প্রাণীটিকে।

ককক

ছোট্ট গ্রাম চটকপুরে গোটা কুড়ি পরিবাবের বাস। জনসংখ্যা একশো-ও নয়। তাই ভিড়ভাট্টা একদম নেই সেখানে। গ্রামবাসীরা জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করছেন।

কীভাবে যাবেন: হাওড়া বা শিয়ালদহ থেকে যে কোনও ট্রেনে আসুন নিউ জলপাইগুড়ি বা এনজেপি। সেখান থেকে ঘুম বা জোড়বাংলো বা সোনাদা হয়ে চটকপুর পৌঁছনো যাবে।

কোথায় থাকবেন: নিরিবিলিতে চটকপুরে থাকার জায়গা হল চটকপুর ইকো রিসর্ট। যোগাযোগ করতে পারেন: ৯৪৩৪০৭২৫৫২/9434072552

এ ছাড়া, কোনও গ্রামবাসীর বাড়িতে হোমস্টে পদ্ধতিতে থাকতে পারেন। সেক্ষেত্রে স্থানীয় মানুষের সহজ-সরল জীবন দেখার সুযোগ মিলবে।

English summary
Enjoy Himalaya and lush green, your next destination should be Chatakpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X