For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর ছুটিতে ডুয়ার্স যাচ্ছেন, জেনে নিন কী কী করতে হবে

পুজোর ছুটিতে ডুয়ার্স যাচ্ছেন, জেনে নিন কী কী করতে হবে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের কারণে সবচেয়ে ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। সেকেন্ড ওয়েভের সংক্রমণ কমতেই ফের চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন শিল্প। দিঘা থেকে দার্জিলিং সর্বত্র ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। আগে থেকেই সাবধান তাই পর্যটন ব্যবসায়ীরা। ডুয়ার্সে এবার পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি বুঝে এবার বেশি সতর্ক ব্যবসায়ী। জারি করেছেন একাধিক করোনা বিধি।

কড়া করোনা বিধি

কড়া করোনা বিধি

বেড়াতে গেলেও পর্যকদের কড়া করোনা বিধি মেনে চলতে হবে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ডুয়ার্সে যাঁরা বেড়াতে আসবেন তাঁদের করোনার আরটিপিসিআর টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। নেগেটিভ রিপোর্ট দেখাতে পারলে তবেই মিলবে হোটেল। এবং ডুয়ার্সে পা রাখার ৪৮ ঘণ্টা আগের রিপোর্ট হতে হবে সেটি। এছাড়াও তাঁদের সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট। দুটি ডোজের ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই তাঁদের ডুয়ার্সে আসার অনুমতি মিলবে।

করোনা বিধি বীরভূমেও

করোনা বিধি বীরভূমেও

আজই করোনা বিধি লাগু করেছে বীরভূম জেলা প্রশাসন। শান্তিনিকেতন এবং তারাপীঠে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের করোনার আরটিপিসিআর টেস্ট করাতে হবে। তবেই মিলবে হোটেল। সেই সঙ্গে থাকতে হবে করোনা ভ্যাকসিনের দুটি ডোজের টিকা। করোনা সংক্রমণ রুখতেই এই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে বীরভূম জেলা প্রশাসন।

দিঘা, দার্জিলিংয়ে বিধিনিষেধ

দিঘা, দার্জিলিংয়ে বিধিনিষেধ

আগেই দিঘা এবং দার্জিলিঙে করোনা বিধিনিষেধ লাগু করা হয়েছে। সেখানোও পর্যটকদের করোনা নেগেটিভ রিপোর্ট এবং ভ্যাকিসিনের সার্টিফিকেট দেখাতে হচ্ছে। তবেই তাঁদের হোটেল মিলছে। এবং তাতে কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে দুই জায়গার জেলা প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য দার্জিলিঙে কিন্তু করোনা রোগীর সংখ্যা অনেকটাই বেশি। এদিকে আবার পশ্চিম মেদিনীপুরেও করোনা ভাইরাসের সংক্রমণে বাড়ছে।

পাহাড়ে পর্যটকের ঢল

পাহাড়ে পর্যটকের ঢল

পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। হিমালচল প্রদেশের সিমলা, মানালি একাধিক জায়গায় পর্যটকদের ভিড়ের ছবি ধরা পড়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্বেগ প্রকাশ করেছেন। এবং রাজ্যগুলিকে সতর্ক করে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

English summary
Dooars strict restriction for tourists for coronavirus pandamic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X