For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বড়দিন সবচেয়ে ভালো পালন করতে পারবেন ভারতের এই জায়গায়

  • |
Google Oneindia Bengali News

বড়দিনে বড় কিছু প্ল্যান করেছেন কি? কি ভাবছেন গোটা পরিবার নিয়ে বাড়িতেই চুটিয়ে ক্রিসমাসের কেক খেয়ে কাটিয়ে দেবেন। নাকি সবাইকে সঙ্গে নিয়ে ঘুরতে যাবেন। [ভারতের এই দশটি অদ্ভুত মন্দির সম্পর্কে আপনি জানেন না]

যদি ক্রিসমাস ও ঘুরে বেড়ানো একসঙ্গে উপভোগ করতে চান তাহলে একটা উপায় রয়েছে। এমন জায়গায় চলে যান যেখানে ঘোরাও হবে আবার বড়দিনের মজাও চুটিয়ে উপভোগ করা যাবে।

ভাবছেন এমন জায়গা কোথায় রয়েছে? নিচের স্লাইডে দেখে নিন এমন কয়েকটি জায়গা সম্পর্কে যেখানে বড়দিনের উৎসব প্রতিবছর অন্য চেহারা নেয়। ভারতের এই জায়গাগুলিতে সবচেয়ে ভালো করে পালিত হয় ক্রিসমাস পর্ব।

পুদুচ্চেরি

পুদুচ্চেরি

পুদুচ্চেরি বা পণ্ডিচেরীতে বহু যুগ ধরে ফরাসি উপনিবেশ ছিল। এখনও এই কেন্দ্রশাসিত অঞ্চলে ফরাসি ছোঁওয়া বর্তমান। ফলে এখানকার মানুষ অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। এখানকার একেরপর এক সুদৃশ্য চার্চকে ঘিরে বড়দিনের উৎসব উপভোগ করা এক অনন্য অভিজ্ঞতা হবে।

গোয়া

গোয়া

গোয়ায় পর্তুগিজ আধিপত্য সর্বজনবিদিত। ফলে এখানে খ্রিস্টান মানুষ অনেক বেশি। পুরো গোয়াতেই ক্রিসমাস উৎসবে আনাচে-কানাচে সেজে ওঠে। বড়দিনের মজা দ্বিগুণ হবে গোয়ায় এলে।

শিলং

শিলং

মেঘালয়ের রাজধানী শিলংয়েও প্রচুর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের বাস। ফলে ক্রিসমাস এখানে জমিয়ে পালন করা হয়। এখানে এলে হিল স্টেশনে ঘোরাও হবে, আবার ক্রিসমাসের মজাও পাবেন।

মানালি

মানালি

সারাবছরই মানালিতে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে ক্রিসমাসের সময়ে এলেও একইরকম মজা উপভোগ করতে পারবেন। বাড়তি পাওনা হিসাবে থাকবে চারিদিকে বরফ আর শুধুই বরফ।

মিজোরাম

মিজোরাম

উত্তর-পূর্বের অন্যতম পরিচিত রাজ্য মিজোরাম। এখানে উপজাতি মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ব্রিটিশ আমলে এই উপজাতি মানুষেরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ফলে এটি ভারতের অন্যতম জনবহুল খ্রিস্টান ধর্মাবলম্বী রাজ্য। সবুজ গালিচার মতো উপত্যকা, পাহাড়ি শোভা ও তার সঙ্গে বড়দিন উদযাপন এক অন্য অভিজ্ঞতা হতে পারে।

দমন ও দিউ

দমন ও দিউ

গোয়া বা দাদরা ও নগর হাভেলির মতো দমন ও দিউ-ও পর্তুগিজ কলোনিতে ঠাসা। আরব সাগরের তিরে অবস্থিত এই কেন্দ্রশাসিত এলাকা ক্রিসমাসের সময়ে অন্য সাজে সেজে ওঠে।

কেরল

কেরল

কেরলের অনেক জায়গায় ক্রিসমাস খুব বড়ভাবে পালন করা হয়। এখানে বহু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। বড়দিনে এখানে এলে একাধিক গির্জায় ঘুরে বেড়ানোর পাশাপাশি সুন্দরী কেরলেও ঘুরে নিতে পারবেন পরিবার নিয়ে।

ভ্রমণ সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

ইতিহাসের জীবন্ত দলিল পশ্চিমবঙ্গের এই স্থাপত্যগুলিইতিহাসের জীবন্ত দলিল পশ্চিমবঙ্গের এই স্থাপত্যগুলি

ভারতের এই অচেনা জায়গাগুলিতে একবার যেতেই হবে আপনাকেভারতের এই অচেনা জায়গাগুলিতে একবার যেতেই হবে আপনাকে

ভারতের যে স্মৃতিসৌধগুলি জীবনে একবার দেখতেই হবেভারতের যে স্মৃতিসৌধগুলি জীবনে একবার দেখতেই হবে

ভারতের অচেনা কয়েকটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটভারতের অচেনা কয়েকটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট

English summary
Top Christmas Holiday Destinations in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X