For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম খরচে কম সময়ে সমুদ্রের কোলে গোপালপুর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গোপালপুর
নিছক সমুদ্র দেখাই হোক কিংবা মজাদার অবকাশ যাপন বা কম খরচে মধুচন্দ্রিমা, গোপালপুরের জুড়ি নেই। ওডিশার এই জনপ্রিয় সৈকত তার রূপের ডালি সাজিয়ে হাজির সব সময়।

কেন যাবেন: যত দূর চোখ যায়, সোনালি বালির তটভূমি। সারাদিন মৎস্যজীবীরা চলেছেন বিশাল বিশাল মাছ ধরার জাল আর নৌকো নিয়ে। নৌকো ঘিরে গাঙচিলদের ওড়াউড়ি। শুধু সমুদ্রের রূপ দেখাই নয়, গোপালপুর সাইটসিয়িংয়ের পক্ষেও ভালো জায়গা। এখানে রয়েছে একটি লাইট হাউস। ১৬৫টা সিঁড়ি ভেঙে তার ওপর উঠতে হয়। লাইট হাউসের মাথা থেকে দেখা যায় গোটা গোপালপুর। বিস্তীর্ণ নীল সমুদ্র গিয়ে মিশেছে দিগন্তে।

আরও পড়ুন: সবুজ চা বাগান পেরিয়ে এলাচের গন্ধ মেখে চলুন ঝালং

এ ছাড়াও গোপালপুরে রয়েছে ডলফিন পয়েন্ট, হিলটপ জেটি, গোপালপুর বন্দর, কাজু ফ্যাক্টরি ইত্যাদি।

কীভাবে যাবেন: গোপালপুরের নিকটতম রেলস্টেশন হল ব্রহ্মপুর। হাওড়া থেকে ব্রহ্মপুর যাচ্ছে ১২৭০৩ ফলকনুমা এক্সপ্রেস, ১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল ইত্যাদি ট্রেন। ব্রহ্মপুর থেকে গোপালপুরের দূরত্ব ১৬ কিলোমিটার। অটো বা ভাড়াগাড়িতে ২৫-৩০ মিনিট সময় লাগে।

কোথায় থাকবেন: গোপালপুরে থাকার জায়গার অভাব নেই। রয়েছে ওডিশা পর্যটনের পান্থনিবাস। এদের ঘরভাড়ার সঙ্গে ব্রেকফাস্টের খরচ ধরা আছে। যোগাযোগ করতে পারেন: ০৬৮০-২২৪৩৯৩১/0680-2243931

এ ছাড়া রয়েছে হোটেল সং অফ দ্য সি (৯৭৪৮১১৪৬৬৭/9748114667), সি সাইড ব্রিজ (০৬৮০-২৩৪৩০৭৫/0680-2343075), হোটেল সি পার্ল (০৬৮০-২৩৪৩৫৫৬/0680-2343556) ইত্যাদি।

মনে রাখবেন: গোপলপুরে সমুদ্রের গভীরতা বেশি। চোরাস্রোতও আছে। সুতরাং, সমুদ্রস্নানের সময় সাবধান থাকবেন।

English summary
Cheap vacation: Gopalpur on Sea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X