For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরে মায়াবী নিসর্গ দেখতে চলুন উত্তরে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

উত্তরে
গ্যাংটক, ইয়ুমথাং তো চেনা জায়গা। ভিড় এড়িয়ে চুলন না উত্তরে! আপনার অন্দরের রোমান্টিক সত্তা জেগে উঠতে বাধ্য।

কেন যাবেন: সিকিমের পশ্চিমাংশের অল্পচেনা পর্যটনস্থল হল উত্তরে। নিছক উত্তরে চলা নয়, জায়গাটির নামই উত্তরে। ৭৬১০ ফুট উঁচুতে অবস্থিত উত্তরে সবুজে মোড়া মখমলসম উপত্যকা। সাধারণ পর্যটক ছাড়াও ট্রেকিং করতে যাঁরা ভালোবাসেন, তাদের আদর্শ গন্তব্য উত্তরে। এখান থেকে ট্রেকিং করে পৌঁছনো যায় চিয়াভঞ্জন, ফুকটেদাঁড়া, সিঙ্গালিলা টপ, সান্দাকফু ভায়া ফালুট, পাঁচপোখরি, জোংরি ইত্যাদি জায়গায়। চিয়াভঞ্জনে দেখা যায় ভারত-নেপাল সীমান্ত। শান্ত পরিবেশে রয়েছে কাগইয়ুদ মনাস্ট্রি।

আরও পড়ুন: চোখজুড়ানো নিসর্গ আর ইতিহাসের মেলবন্ধনে সুন্দরী গড়পঞ্চকোট
আরও পড়ুন: লাভা থেকে হাত বাড়ালেই অপরূপ কোলাখাম

একটা রাত থাকুন উত্তরেতে। পরদিন সকালের মিঠে রোদ গায়ে মেখে চলুন ৮২০০ ফুট উচ্চতায় লামিনীপোখরি। এখান থেকে নজরে পড়বে কাঞ্চনজঙ্ঘা। সকালের রোদ কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়লে সোনালি আভা খেলে যায়। লামিনীপোখরিতে যথেষ্ট গাছগাছালি রয়েছে। তাতে খেলা করে বেড়ায় পাখির দল। আপনার যাতায়াত ঘাড় ঘুরিয়ে ওরা দেখবে সন্তর্পণে।

উত্তরে থেকে যে রাস্তাটি চিয়াভঞ্জন চলে যাচ্ছে, তার ওপরই পড়বে মৎস্যপালন কেন্দ্র। এখানে ট্রাউট মাছের প্রজনন ও লালনপালন হচ্ছে। মাছেদের জীবনচক্র দেখে নিন।

এ ছাড়া, হাতে অতিরিক্ত সময় থাকলে মেনবোস জলপ্রপাত দেখে নিতে পারেন। এটা দারুণ জায়গা। প্রথমত, জলপ্রপাতের রাস্তা গিয়েছে ঘন জঙ্গল চিরে। জঙ্গলে দেখা মিলতে পারে ভল্লুক, লাল পান্ডা, হরিণ, লেপার্ডের। দ্বিতীয়ত, জলপ্রপাতের কাছাকাছি গাছগুলিতে দেখবেন ঢাউস আকারের মৌচাক। তাতে পাহাড়ি মৌমাছি ভনভন করছে। ওদের বিরক্ত না করলে ওরাও আপনার দিকে ছুটে আসবে না।

কীভাবে যাবেন: হাওড়া বা শিয়ালদহ থেকে অনেক ট্রেনই যাচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজেপি। এখান থেকে উত্তরে ১৬০ কিলোমিটার। যদি সুমো বা বোলেরো গাড়ি বুক করেন, তা হলে খরচ পড়বে ৪৫০০-৫০০০ টাকা। কম খরচে আসতে চাইলে এনজেপি থেকে শেয়ার জিপে আসুন জোরথাং। মাথাপিছু ১৫০-১৮০ টাকা পড়বে। জোরথাং থেকে আবার গাড়ি বদল করে শেয়ারে আসুন উত্তরে। এক্ষেত্রেও ১৫০-১৮০ টাকা পড়বে। পেলিং থেকেও আসা যায় উত্তরে। দূরত্ব ৩৭ কিলোমিটার।

কোথায় থাকবেন: উত্তরে এখনও পর্যটকদের কাছে ততটা পরিচিত হয়ে ওঠেনি। তাই থাকার জায়গা সীমিত। রয়েছে নাগভ্যালি রিসর্ট (ফোন: ৯৮৩৬৪৬৪৬৩২/9836464632), হোটেল উত্তরে (৭৪০৭১৮০২৩২/7407180232)।

যাঁরা ট্রেকিং করতে চান, তাঁরা গাইড ও অন্যান্য সহায়তার জন্য কথা বলতে পারেন: শের বাহাদুর সুব্বা (৯৭৩৩০৮৪৯৯২/9733084992)।

সিকিমের বাইরে থেকে ফোন করলে নম্বরগুলির আগে '০' বসিয়ে নেবেন।

মনে রাখবেন: উত্তরেতে কনকনে ঠান্ডা পড়ে। পর্যাপ্ত পরিমাণ গরম জামাকাপড় সঙ্গে রাখতে হবে।

English summary
Bone rattling cold yet panoramic nature; this is Uttarey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X