For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঙ্গীকে সঙ্গে করে ঘুরে আসুন এই সুন্দর অজানা ও আকর্ষণীয় দ্বীপগুলি

সঙ্গীকে সঙ্গে করে ঘুরে আসুন এই সুন্দর আজানা ও আকর্ষণীয় দ্বীপগুলি

  • |
Google Oneindia Bengali News

ঘুরতে কার না ভালো বলুন। কমবেশি বেড়াতে প্রায় সকলেই যান। কারোর বা মন টানে পাহাড়ের কোলে। কেউ বা যান সমুদ্রের শীতল হাওয়া খেতে। পাহাড় সমুদ্র তো অনেক ঘুরলেন, চলুন না একটু দ্বীপে যাওয়া যাক। দ্বীপ বলতে যেটা মাথায় আসে সেটা হল মৌসুমী দ্বীপ, আন্দামান। জানেন তো এর বাইরেও এমন অনেক দ্বীপ আছে যা আমরা হয়তো অনেকেই জানিনা। সেই জায়গাগুলোও একবার গেলে মন ভরে না। যেন মনে হয় বারবার দ্বীপের সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকছে! তাহলে আর দেরি না করে ছুটির দিনে সঙ্গীকে নিয়ে বেরিয়ে পরুন দ্বীপ ভ্রমণে। জেনে নিন সুন্দর সুন্দর দ্বীপ কোথায় কোথায় আছে।

কর্ণাটকে মেরি'স আইল্যান্ড

কর্ণাটকে মেরি'স আইল্যান্ড

কর্ণাটকের নাম সকলেই শুনেছেন। জানেন উডুপির মালপে উপকূলের কাছে মেরি'স আইল্যান্ড আছে। সেন্ট মেরি দ্বীপপুঞ্জ নারকেল দ্বীপ ও থনসেপার নামেও পরিচিত। কর্ণাটকের উডুপির মালপে উপকূলে আরব সাগরের চারটি ছোট দ্বীপের সংমিশ্রণ এটি। ইতিহাসবিদদের মতে, অনেক বছর আগে ভাস্কো দাগামা যেখানে প্রথমবার গিয়েছিলেন। যেটি আপনি ফেরির মাধ্যমে যেতে পারবেন। এই দ্বীপের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন।

অন্ধ্রপ্রদেশের 'হোপ আইল্যান্ড

অন্ধ্রপ্রদেশের 'হোপ আইল্যান্ড

অন্ধ্রপ্রদেশে ঘুরতে গেচ্ছেন নিশ্চয়ই কিন্তু সেখানে যে এত সুন্দর দ্বীপ আছে তা হয়তো আপনার অজানা। অন্ধ্রপ্রদেশের 'হোপ আইল্যান্ড' দ্বীপ কিন্তু সকলের পছন্দের জায়গা। এখানে আপনি কাকিনাডা বিমান বন্দর থেকে ফেরি করে 'হোপ আইল্যান্ড' পৌঁছাতে পারেন। এই সুন্দর দ্বীপটি আমাদের পছন্দ হবেই। জানেন ২০০ বছরের পুরোনো বালির প্রবাহের কারণে এটি তৈরি হয়েছে। কী অদ্ভুদ তাই না?

তামিলনাড়ুর 'কুইবল আইল্যান্ড'

তামিলনাড়ুর 'কুইবল আইল্যান্ড'

আপনি আদিয়ার থেকে ফেরি করে তামিলনাড়ুর 'কুইবল আইল্যান্ড' ভ্রমণ করতে পারেন। এই দ্বীপটির মধ্যে একটি বিশেষ গল্প লুকিয়ে আছে। এই দ্বীপটিতে ফরাসি নেতৃত্বাধীন ভারতীয় সৈন্য ও নবাব বাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল। আদিয়ার নদীর নাম অনুসারে এই জায়গার নাম আদিয়ার করা হয়েছে।

কর্ণাটকের ' শ্রীরাঙ্গাপাটানাম’

কর্ণাটকের ' শ্রীরাঙ্গাপাটানাম’

কর্ণাটক ঘুরতে যাননি, সেটা হতে পারে না। তবে, ' শ্রীরাঙ্গাপাটানামে যে একটা জায়গা আছে তা আপনি জানেন। জেনেই যখন গেলেন একবার ঘুরে আসুন। যদি আপনি এখানে ঘুরতে যেতে চান তাহলে আপনি মাইসোর থেকে বাস বা ট্রেনে করে শ্রীরাঙ্গাপাটানাম'-এ যেতে পারেন। এই জায়গাটি ইন্দোমুসলিম ভবন ও বৈষ্ণব ধর্মের গুরুত্বপূর্ণ মন্দিরের জন্য এই জায়গা বিখ্যাত।

দক্ষিণ গোয়ার 'সাও জাকিন্ত দ্বীপ'

দক্ষিণ গোয়ার 'সাও জাকিন্ত দ্বীপ'

গোয়া ঘুরতে যাওয়া প্রায় সকলেরই একটা স্বপ্ন থাকে। আর সেখানে যাবেন আর সাও জাকিন্ত দ্বীপে যাবেন না, তাই কী হতে পারে। কিন্তু ভাবছেন কীভাবে যাবেন? ডাবোলিম বিমানবন্দরে যাওয়ার পথে আপনি দক্ষিণ গোয়ার 'সাও জাকিন্ত দ্বীপ'টি ঘুরতে পারবেন। এখানে যাওয়ার পর আপনার কিন্তু আর আসতে ইচ্ছা করবে না। যান একবার ঘুরে আসুন।

 গোয়ার ডিভার আইল্যান্ড

গোয়ার ডিভার আইল্যান্ড

আপনি রিবন্দর থেকে ফেরি করে গোয়ার 'ডিভার দ্বীপ' ভ্রমণ করতে পারেন। এই সুন্দর দ্বীপটি গোয়ার মান্দভি নদীর তীরে অবস্থিত। যা তার উত্সবগুলির জন্য বিখ্যাত। 'বন্দেরাম' ও 'পতেকার' উৎসবের জন্য এটি বিখ্যাত। এখনও ভাবছেন! আর না ভেবে ব্যাগ গুছিয়ে ঘুরে বেরিয়ে পরুন। দেখবেন দ্বীপগুলি ঘোরার পর আপনার মনে খুশী হয়ে যাবে। সেখান থেকে আর ফিরতে ইচ্ছা করবে না।

প্রতীকী ছবি

ব্রিটিশ আমলের ইতিহাসের ছোঁয়া, ঘুম ভাঙবে কাঞ্জনজঙ্ঘা দেখে, চলে আসুন চিমনিতেব্রিটিশ আমলের ইতিহাসের ছোঁয়া, ঘুম ভাঙবে কাঞ্জনজঙ্ঘা দেখে, চলে আসুন চিমনিতে

English summary
are you going to the beautiful islands of india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X