For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কী বিশ্বের প্রথম দুর্গাপুজো কোথায় হয়েছিল, পুজোর ছুটিতে চলে আসুন গড় জঙ্গলে

জানেন কী বিশ্বের প্রথম দুর্গাপুজো কোথায় হয়েছিল, পুজোর ছুটিতে চলে আসুন গড় জঙ্গলে

Google Oneindia Bengali News

হেরিটেজ তকমা পেয়েছে বঙ্গের দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজোর ইতিহাস অনেকেরই জানা নেই। জানেন কি বিশ্বের প্রথম দুর্গাপুজো কোথায় হয়েছিল। তার ইতিহাস জানতে হলে আসতেই হবে পশ্চিম বর্ধমানের গড় জঙ্গলে। পুজোর চারদিনের ছোট্ট ছুটির সন্ধান হতেই পারে গড় জঙ্গল।

পশ্চিম বর্ধমানের গড় জঙ্গল

পশ্চিম বর্ধমানের গড় জঙ্গল

গড় জঙ্গলের নাম অনেকেই শুেনছেন। অনেকেরই আবার অজানা। পশ্চিম বর্ধমােনর দুর্গাপুরের কাছেই রয়েছে গড় জঙ্গল। জঙ্গলে ঘেরা চারপাশ। দুর্গাপুর সাবডিভিশনের কাকাসা ব্লকের গড় জঙ্গলের আনাচে-কানাচে জড়িয়ে রয়েছে ইতিহাস আর পূরনের ছাড়া। হিন্দু পুরনে গড় জঙ্গলের আলাদা একটা গুরুত্ব রয়েছে। এই গড় জঙ্গলের ভূমিরূপ দেখে এখােন আশ্রম তৈরি করেছিলেন সন্ন্যাসী মেধাস।

কী বলছে পুরান

কী বলছে পুরান

হিন্দু পুরানে কথিত আছে একদিন রাজা সুরথ ঘুরতে ঘুরতে এই গড় জঙ্গলে এসে হাজির হয়েছিলেন। এই মেধাসের আশ্রমেই বৈশ্য সমাধির সঙ্গে পরিচিত হন। সন্ন্যাসীর কল্যাণেই এই আশ্রমে তারা দেবী মহামায়ার মাহাত্ম্য জানতে পারেন। সন্ন্যাসী মেধার কাছ থেকে দেবীর মাহাত্ম্য সম্পর্কে জানার পর রাজা সুরথ এখানেই দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন। চণ্ডী এবং মার্কেন্ডেয় পুরানে এটাই বিশ্বের প্রথম দুর্গাপুজো।

আর কী কথিত আছে

আর কী কথিত আছে

এই জঙ্গলে দুর্গাপুজো করার পর এই জঙ্গলে ত্রিদেবীর মন্দির তৈরি করেছিলেন রাজাসুরথ। মহাকালী,মহাসরস্বতী এবং মহালক্ষ্মী। তার সঙ্গে মহাকাল ভৈরবের মন্দিরও রয়েছে এখানে। মোট ১৬টি মন্দির তৈরি করা হয়েছিল এই জঙ্গলে। এখন মাত্র ২টি মন্দির রয়েছে। সেগুলির অবস্থাও খুব একটা ভাল নেই। শ্যামারূপা মন্দির এবং শিব মন্দির এই দুটি মন্দির রয়ে গিয়েছে। অনেকেই সেই পুরানের কথা মিলিয়ে দেখতে এখানে হাজির হন।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

গড় জঙ্গলে যাওয়া এমন কিছু কঠিন নয়। ট্রেেন বাসে দুইপথেই যাওয়া যায়। হাওড়া থেকে ট্রেেন দুর্গাপুর স্টেশনে নেমে অথবা আসানসোল স্টেশনে নেমে গাড়িতে অনায়াসে পৌঁছে যাওয়া যায় এই গড় জঙ্গলে। আবার কেউ চাইল গাড়ি নিয়েও যেতে পারেন। কলকাতা শহর থেকে দুর্গাপুরের দূরত্ব ১৭৫ কিলোমিটার। আর আসানসোলের দূরত্ব ২১৩ কিলোমিটার। অসংখ্য এসি বাস ছাড়ে।

ছবি সৌ:paschimbardhaman.gov.in

পুজোয় চারদিন মাত্র ছুটি! বেড়িয়ে আসুন শশাঙ্কের রাজধানীতেপুজোয় চারদিন মাত্র ছুটি! বেড়িয়ে আসুন শশাঙ্কের রাজধানীতে

English summary
Garh Jungle is the small travel destination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X