For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেশি দূর নয়, ছুটিতে চলুন ২৮ মাইল!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

২৮ মাইল
কত দূর যাবেন? ২৮ মাইল? না না, নিছক দূরত্বসূচক প্রশ্ন নয়, জায়গার নাম বটে। ভুটান পাহাড়ের কোলে শান্ত পরিবেশে দিন দুয়েক চুপচাপ ছুটি কাটানোর জায়গা। ২৮ মাইল তাই অত্যুৎসাহী পর্যটকদের পছন্দের গন্তব্য এখন।

আরও পড়ুন: শহরের ধুলোধোঁয়া থেকে চলুন শান্ত সবুজ পাউসি
আরও পড়ুন: সবুজ আর সাতগুরুং! 'রূপকথার দেশ' দুয়ারসিনি

কেন যাবেন: সামনেই নীল রঙের ভুটান পাহাড়। এক দিক দিয়ে বয়ে চলেছে বালা নদী, অন্য দিকে তিরতির করে বইছে জয়ন্তী নদী। পাহাড়ের পাদদেশে বিস্তৃত অরণ্য, পাখি আর প্রজাতির ওড়াউড়ি। শীতকালে গেলে বাড়তি পাওনা আদিগন্ত হলুদ সর্ষের ক্ষেত। কখনও হাতির পাল বালা নদীতে চলে আসে স্নান সারতে। হাতি ঠেকাতে তৈরি হয়েছে হাতি খেদানোর মাচান। চাঁদনি রাতে যখন জ্যোৎস্না গড়িয়ে পড়ে পাহাড় বেয়ে, তখন ২৮ মাইলের রূপ অসামান্য।

কীভাবে যাবেন: শিয়ালদহ বা হাওড়া থেকে আলিপুরদুয়ার যেতে হবে যে কোনও ট্রেনে। সবচেয়ে ভালো ট্রেন হল ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ছে রাত সাড়ে আটটায়। পরের দিন আলিপুরদুয়ার জংশন ঢুকছে বেলা বারোটা দশে। ফলে আপনি দিনের আলোয় পৌঁছে যাবেন ২৮ মাইল। দমনপুর-রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তীকে ডানদিকে রেখে যেতে হবে সান্তালবাড়ি অভিমুখে। সান্তালবাড়ি যাওয়ার পথেই পড়বে ২৮ মাইল।

কোথায় থাকবেন: ২৮ মাইলে থাকার কোনও হোটেল নেই। তবে হোমস্টে আছে। বন্দোবস্ত ভালো। যোগাযোগ করতে পারেন : ৯৭৭৫৮২৭৭৫৬/9775827756 এবং ৮৩৪৮৯১৫৭৪২/8348915742 এই নম্বরে।

মনে রাখবেন: শীতের সময় গেলে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গরম জামাকাপড় রাখবেন।

English summary
28 Mile near Bhutan border is a good place for enjoying your holiday. The nearest rail-head is Alipurduar Junction. From Sealdah, one can reach there by Kanchankanya Express.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X