For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ বিশ্ব এইডস দিবস, জানুন ইতিহাস, তাৎপর্য ও চলতি বছরের থিম সম্পর্কে

আজ বিশ্ব এইডস দিবস, জানুন ইতিহাস, তাৎপর্য ও চলতি বছরের থিম সম্পর্কে

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে জটিল রোগের তালিকায় নাম রয়েছে এইচআইভিএইডসের। সতর্ক ও চিকিৎসকেদের সাহায্যে অনেক সময় এই রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যায় তবে এই কঠিন রোগে মৃত্যুর হার অনেকটাই বেশি। ১৯৮৮ সালের পয়লা ডিসেম্বর থেকে প্রতি বছর এইডস দিবস পালন করা হয়। এই দিনটি পালনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যে সকল ব্যক্তিরা এমনও এই এইডস রোগে আক্রান্ত বা যারা এই কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মনে রেগেই এই দিনটি পালং করা হয়।

ইতিহাস

ইতিহাস

এই এইডস দিবস শুরু করার প্রথম পরিকল্পনা করেছিলেন সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এইডস সম্পর্কিত বিশ্ব কর্মসূচির দুজন তথ্য কর্মকর্তা জেমস ডব্লু বুন এবং টমাস নেটটার। তাদের দ্বারাই ১৯৮৭ সালের অগাস্ট মাসে প্রথম বিশ্ব এইডস দিবসের পরিকল্পনা করা হয়েছিল। ১৯৮৮ সালে গ্লোবাল অন এইডসের পরিচালক জোনাথন মান ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করার সিদ্ধান্ত নিয়ে ছিলেন। সেই সময়ে এই দিবসের থিম ছিল যোগাযোগ। ২০১৭ সালের ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পয়লা ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস ঘোষণা করেন। আর তারপর থেকেই প্রতি বছর এই দিবসটি পালন করা হচ্ছে।

তাৎপর্য

তাৎপর্য

হুয়ের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের শেষের দিকে প্রায় ৩৮.৪ মিলিয়ন মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মধ্যে দুই থেকে তিন শতাংশ মানুষ, ২৫.৬ মিলিয়ন মানুষই আফ্রিকান অঞ্চলের। বাদ যাচ্ছে না যুক্তরাজ্যেও। সেখানে এইডসে আক্রান্ত হন অনেক মানুষই। প্রতিবছর ৪ হাজার ১৩৯ জন মানুষ এইচআইভিতে আক্রান্ত হন। এই এইডস দূর করতে মানুষকে সচেতন হতে হবে। কুসংস্কার মন থেকে দূর করতে হবে, পাশাপাশি শিক্ষার স্তর আরও উন্নত করতে হবে।

থিম

থিম

প্রতিবছর এই বিশ্ব এইডস দিবস পালন করার জন্য একটি থিম থাকে। তেমনই এই বছরও রয়েছে। বৈষম্যকে মন থেকে দূর করে এইডসকে গোড়া থেকে নির্মূল করুন। এই বছরের এইডসের থিম হল 'সমান'। প্রতিপাদ্য নিয়ে ২০২২ সালের বিশ্ব এইডস দিবস পালিত হবে। একটু সতর্ক থাকলেই গোঁড়া থেকে নির্মূল হয়ে যাবে এইডস।

English summary
today is world aids day do you its history and significance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X