For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিরোধিতায় নির্ভীক নেতার প্রয়োজন, মমতাকেই মোদী-বিরোধী প্রধান মুখ চাইছে দেশ

বিজেপির বিরোধিতায় নির্ভীক নেতার প্রয়োজন, মমতাকেই মোদী-বিরোধী প্রধান মুখ চাইছে দেশ

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে তারা জাতীয় স্তরে শক্তি বাড়াবে। কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূল সিদ্ধান্ত নেয়, ২০২৪-এর লক্ষ্যেই তারা এগোবে। কেননা দেশে আরও নির্ভীক নেতার প্রয়োজন নরেন্দ্র মোদী তথা বিজেপির বিরুদ্ধে লড়তে। আর সেই নির্ভীক নেতার ভূমিকায় সবথেকে দক্ষ হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য রাজ্যে সংগঠন গড়ে তুলতে তৎপর হবে তৃণমূল

রাজ্য রাজ্যে সংগঠন গড়ে তুলতে তৎপর হবে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী বিরোধী প্রধান মুখ করে তুলতে তৃণমূল নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য রাজ্যে সংগঠন গড়ে তুলতে তৎপর হবে তৃণমূল। বাংলার বাইরে একাধিক রাজ্যে ইতিমধ্যে তাঁরা সংগঠন গড়ে তুলেছে। ত্রিপুরায় ফলও পেযেছে হাতেনাতে। শূন্য থেকে শুরু করে তিনমাসের মধ্যে তৃণমূল বিরোধী দলের মর্যাদা পেয়েছে ত্রিপুরায়।

মূল লক্ষ্য কংগ্রেস ভেঙে সংগঠন বাড়িয়ে প্রধান বিরোধী হওয়া

মূল লক্ষ্য কংগ্রেস ভেঙে সংগঠন বাড়িয়ে প্রধান বিরোধী হওয়া

ত্রিপুরার পর গোয়া বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। গোয়া নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েচে তৃণমূলের। এখানেও কংগ্রেসকে বিট করে তারা প্রধান বিরোধী দল হয়ে উঠতে চাইছে। এখানেও বিজেপিকে হারানো তাদের মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য কংগ্রেস ভেঙে সংগঠন বাড়িয়ে নেওয়া। তারপর বিজেপির বিরুদ্ধে লড়াই।

ভিনরাজ্যের নেতাদের নিয়ে ২৪-এর লক্ষ্য স্থির তৃণমূলের

ভিনরাজ্যের নেতাদের নিয়ে ২৪-এর লক্ষ্য স্থির তৃণমূলের

এরই মধ্যে কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে ভিনরাজ্যে তৃণমূলে যোগ দেওয়া নেতাদের। কংগ্রেস ছেড়ে বা অন্য দল ছেড়ে যাঁরা তৃণমূলের পতাকা নিয়েছে তাঁদের সবাইকে কালীঘাটে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজ্যে সংগঠনে জোর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে ২০২৪-এর লক্ষ্যে।

ভিনরাজ্যে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে নেমে পড়েছে তৃণমূল

ভিনরাজ্যে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে নেমে পড়েছে তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাইরের একাধিক রাজ্যে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল চাইছে ২০২৪-এ তারাই দেশকে পথ দেখাবে। সেইমতো করেই সর্বভারতীয় হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। একইসঙ্গে ভিনরাজ্যের নেতাদের গুরুত্বও দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওয়ার্কিং কমিটিতে বিশেষ স্থান দেওয়া হচ্ছে ভিনরাজ্যের নেতাদের।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এমন একজনকে চাই যিনি নির্ভীক

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এমন একজনকে চাই যিনি নির্ভীক

অভিষকে বন্দ্যোপাধ্যায় জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন- জাতীয় ওয়ার্কিং কমিটিক বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এমন একজনকে চাই যিনি নির্ভীক হবেন, যাঁর কণ্ঠস্বর স্বৈরাচারী শক্তির দ্বারা নিচু করা যাবে না, যাঁর কণ্ঠ নীরব হবে না। সেই নির্ভীক নেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ই, তাও জানিয়েছেন তিনি। লিখেছেন- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মানুষের জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করে যাব।

মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে অগ্রগণ্য মমতা

মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে অগ্রগণ্য মমতা

ডেরেক ও'ব্রায়েন ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মোদী বিরোধী প্রধান মুখ দেশে আর কে রয়েছেন। তিনি তিন বারের মুখ্যমন্ত্রী, তার থেকেও বড় কথা সাত বারের সাংসদ। তাঁর অভিজ্ঞতা কারও থেকে কোনও অংশে কম নয় মোদী বিরোধী প্রধান মুখ হয়ে ওঠার জন্য। অর্থাৎ তিনি বুঝিয়ে দেন রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী নন, মমতাই হবেন দেশে মোদী বিরোধী প্রধান মুখ।

তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভিনরাজ্যের কারা

তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভিনরাজ্যের কারা

উল্লেখ্য, এদিনের বৈঠকে তৃণমূলের ওয়ার্কিং কমিটির ২১ জন ছাড়াও ছিলেন ভিনরাজ্যের নেতারা। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া অসোক তানওয়ার, পবন বর্মা, লিয়েন্ডার পেজরা। ২১ জনের কমিটি বাড়িয়ে ৩০ জন কররা সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
TMC wants Mamata Banerjee is one and only against BJP anti Modi face in 2024 Lok Sabha Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X