For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই চোরের কাহিনি, এক চোর লিখলেন কিপ্টে মালিক! অন্য চোর খিচুড়ি রাঁধলেন

দুই চোরের কাহিনি, এক চোর লিখলেন কিপ্টে মালিক! অন্য চোর খিচুড়ি রাঁধলেন

  • |
Google Oneindia Bengali News

দেশের দু-প্রান্তে দুই চোরের কীর্তি শুনলে অবাক হবেন! দরজা ভেঙে বাড়িতে ঢুকে তারা আজব কাণ্ড ঘটাল। একদিকে চোর চিঠিতে লিখে গেল- বাড়ির মালিক কিপ্টে। আর এক বাড়িতে দেখা গেল, চোর ঢুকে খিচুরি রান্না করে খাচ্ছে। দুই চোরের এক চোর ধরা পড়ে গেলেও, এক চোর বেপাত্তা হয়ে গিয়েছে, পড়েছিল তার চিঠি। সেই চিঠিই জোগাল হাসির খোরাক।

দুই চোরের কাহিনি, এক চোর লিখলেন কিপ্টে মালিক! অন্য চোর খিচুড়ি রাঁধলেন

প্রথম ঘটনাটি মধ্যপ্রদেশের শাজাপুর জেলার নাগিন নগরের। দরজা ভেঙে গভীর রাতে বহু কষ্ট করে বাড়িতে ঢুকেছিল এক চোর। কিন্তু ঢুকেও লাভের লাভ কিছু হল না। কেননা বাড়িতে চুরি করে নিয়ে যাওয়ার মতো কিছুই নেই। হাতশ হয়ে বাড়ি ফেরেন চোর। তবে বাড়ি ফেরার আগে সেই চোর একটি চিঠি লিখে যায় বাড়ির মালিকের উদ্দেশে।

সেই চিঠিই হাসির উদ্রেক ঘটিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা তা ছড়িয়ে পড়েছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। নাগিন নগরের পরবেশ সোনির বাড়িতে ঢুকেছিল চোর। সোনি হলেন পেশায় ইঞ্জিনিয়ার। সপ্তাহের শুরুতে তিনি বাড়ি ছিলেন না। সেই সুযোগেই চোর ঢোকে বাড়িতে। কিন্তু চুরি করার মতো মূল্যবান কিছু না পেয়ে ফিরে যায়।

বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সেই চোর পালিয়ে যায়। বাড়ির কাজের লোক এসে দেখে, গোটা ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে। আর ড্রয়িং রুমের কফি টেবিলে রয়েছে একটি চিঠি। সেই চিঠিতে লেখা- বহুত কঞ্জুস হ্যায় রে তু, খিড়কি তোড়নে কি মেহনত ভি নেহি মিলি, রাত খারাব হো গ্যয়ি। এর বাংলা অর্থ করলে দাঁড়ায়- কী কিপ্টে রে তুই, দরজা ভাঙার পারিশ্রমিকও পেলাম না, রাতটাই বরবাদ হয়ে গেল।

PM security breach: ৪ সদস্যের কমিটির নেতৃত্বে অবসর প্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রা, জানাল শীর্ষ আদালতPM security breach: ৪ সদস্যের কমিটির নেতৃত্বে অবসর প্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রা, জানাল শীর্ষ আদালত

পরবেশ সোনি এখন কাজের জন্য বাইরে রয়েছেন। বাড়ির কেয়ারটেকার পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন। চিঠির হাতের লেখা ও সিসি টিভির ফুটেজ দেখে চোরকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে চোরের চিঠি সামনে আসার পর তা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। তা নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। বেশ হাসিক খোরাক হয়ে দিয়েছে ওই চিঠি।

আর অসমের গুয়াহাটিতে চুরি করতে এসে খিচুড়ি বানাতে শুরু করে এক চোর। বাড়িতে ঢুকে দামি জিনিসপত্র সাফাই করার আগেই খিচুড়ি রান্না করতে গেলে যা হওয়ার তাই হল। হাতেনাতে ধরা পড়ে গেল সেই চোর। চোরের এই কীর্তি শুনে অবাক সবাই। গুয়াহাটির হেঙ্গেরবাড়ি এলাকার এই ঘটনা নিয়েও কম হাসহাসি হয়নি নেটদুনিয়ায়।

চোরকে ওই বাড়িতে ঢুকতে দেখেই পাড়া প্রতিবেশীরা খবর দিয়েছিল পুলিশকে। পুলিশও চোর ধরতে তৎপরতা দেখায়। চোর যখন ফাঁকা ঘরে খিচুড়ি রান্না করছিল, পুলিশ পাকড়াও করে তাকে। নেটিজেনরা জানিয়েছে, ওই চোর নিশ্চয় অনেকদিন কিছু খায়নি, তাই ওই বাড়িতে ঢুকে আগে চুরির আগে খিচুড়ি রান্না করতে শুরু করেছিল সে। অবাক করা এই দুই ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল।

English summary
The story of two thieves, one thief wrote stingy owner! Another thief cooked khichuri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X