For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকের টিজার প্রকাশ্যে এল, খুশি অনুগামীরা

‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকের টিজার প্রকাশ্যে এল, খুশি অনুগামীরা

  • |
Google Oneindia Bengali News

এবার ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে জি বাংলা। আসন্ন সিরিয়ালের নাম 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ধারাবাহিকের প্রোমো সকলের বিশেষ নজর কেড়েছে। এবার ধারাবাহিকের টিজার প্রকাশ্যে এসেছে। যা কিন্তু সকলকে খুব আনন্দ দিয়েছে।

‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকের টিজার প্রকাশ্যে এল, খুশি অনুগামীরা


টিজারে দেখা যাচ্ছে, বোধিসত্ত্ব স্কুলে ক্লাস চলাকালীন স্যার এক ছাত্রকে জিজ্ঞাসা করেন, আরশোলার বৈজ্ঞানিক নাম কি? সে সঠিক উত্তর না দিতে পারলেও একটি ছাত্রী সঠিক উত্তর দেন। কিন্তু বোধি তো খুব বুদ্ধিমান। সে টাপাটপ উত্তর দিকে থাকে। আর বলে আরশোলা পরিবেশের জন্য ক্ষতিকারক হলেও আরশোলা কিন্তু বিষাক্ত হয় না।

না হুল ফোটাতে পারে, না কামড়াতে পারে। আরশোলা নিরীহ। আর এটা বলতে না বলতেই বোধির খাতার ওপর উঠে আসে একটি আরশোলা। ব্যস! আর সে ভয়ে পেয়ে ক্লাস রুমে ছোটা ছুটি শুরু করে দেয় আর বলতে থাকে বাঁচাও। এর পর কী হবে, বোধির আর কী কী বুদ্ধি আছে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’।

আসন্ন সিরিয়ালটি কিন্তু এখনও পর্যন্ত সম্প্রচারিত হয়নি। তবে, ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমোও কিন্তু শেয়ার করা হয়েছে। সেখানে দেখে যা বোঝা যাচ্ছে, কূটকচালি বা পরকীয়া ধরনের হবে না। এখানে অভিনয় করবেন অনেক শিশুশিল্পীও। ধারাবাহিকের মূল চরিত্রে রয়েছে একটি ছোট ছেলে, চরিত্রের নাম বোধিসত্ত্ব। এত কম বয়সেই তাঁর বুদ্ধি সকলকে অবাক করে দেয়। অনেকদিন শিশুদের গড়ে ওঠা ধারাবাহিক দেখার জন্য মুখিয়ে আছেন ধারাবাহিকের ভক্তরা। ধারাবাহিকের অভিনয় করবেন সোনালী চৌধুরী, বিশ্বনাথ বসু-সহ অনেক জনপ্রিয় কলাকুশলীরা।

কবে কোন সময়ে শুরু হচ্ছে 'সাহেবের চিঠি’ ধারাবাহিক, জেনে নিন এখানে কবে কোন সময়ে শুরু হচ্ছে 'সাহেবের চিঠি’ ধারাবাহিক, জেনে নিন এখানে

প্রোমোতে দেখা যাচ্ছে, পরিবারের সকলে ঘুরতে যাওয়ার জন্য তোড়জোড় করছে, তখন বাড়ির খুদে সদস্য বোধিসত্ত্ব পাঞ্জাবি, হাতে বড় ছাতা, চশমা পরে সকলের সামনে উপস্থিত হয়েছে। তাঁর এমন সাজ দেখে সবার প্রায় অবাক। তখন সে সকলকে বলছে ঘুরতে যাওয়ার আদর্শ পোশাক তো এটাই। বিদ্যাসাগর থেকে ভালো দাদু সবাই তো এটাই পরে ধুতি, পাঞ্জাবি।

এটা তো বাঙালির ঐতিহ্য। কিন্তু সে সময় তাঁর বোন তাঁকে বলেন দাদা তুই তো ধুতিই পরিসনি। তখন বোধি বলেন ধুতি কী আমি একা পরতে পারি মা পরিয়ে দেবে, এই বলে সে তাঁর ব্যাগ থেকে মায়ের হাতে একটা ধুতি দিলেন। কেমন হবে ধারাবাহিকটি। সেদিকেই তাকিয়ে সকলে। তবে, কখন, কোন সময়ে ধারাবাহিকটি সম্প্রচার হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

English summary
zee bangla s serial boddhisatwer bodhbuddhis teaser has been released
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X