'লিচু চিকেন ' থেকে ' আনারসি পাবদা'-র সুস্বাদু রেসিপি জানতে চান! 'রান্নাঘর'-এ কবে নজর রাখবেন জেনে নিন
ঘরে সব্জি শেষের দিকে, অথচ ফ্রিজে রয়ে গিয়েছে মাছ কিংবা মাংস । এবার ভাবছেন কিভাব সামাল দেবেন রান্নাঘরের হেঁসেল! তবে খাওয়ার ডাইনিং টেবলে তখন উঁকি মারছে বেশ কিছু ফল। এই ফল আর মাছ -মাংসের সংযোজনেই উঠে আসতে পারে চরম সুস্বাদু কিছু রান্না।

তবে কিভাবে , ফল দিয়ে চিকেন রান্না করবেন ,তার হদিশ পেতে গেলে দেখতে হবে জি বাংলার 'রান্নাঘর'। জুনের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত জিবাংলার প্রচারিত 'রান্নাঘর'এ এবার বিশেষ পর্ব হিসাবে উঠে আসতে চলেছে ফলমূল দিয়ে মাছ মাংস রান্নার কিছু রেসিপি। 'ফলাহার' পর্ব ঘিরে ক্রমেই বাড়ছে কৌতূহল। আর এই বিশেষ পর্বই আজ সম্প্রচারিত হতে চলেছে অনুষ্ঠানে।
প্রসঙ্গত, জি বাংলার ' রান্নাঘর' যত দিন এগিয়ে যাচ্ছে ততই জনপ্রিয়তা পাচ্ছে। একটা সময় সুদীপা এই শো সঞ্চলনা করতেন। সুদীপা শো থেকে সরে যাওয়ার পর অপরাজিতা আঢ্য এই শোয়ের সঞ্চালনার হাল ধরেন। আর অপরাজিতাও সমান তালে সাফল্য পেয়ে চলেছেন এই শোকে ঘিরে।