For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিঠাইকে কড়া টক্কর দিতে এল ফড়িং, কী বলছে এই সপ্তাহের রিপোর্ট কার্ড?

এই সপ্তাহের টিআরপি তালিকা

Google Oneindia Bengali News

বছরের শুরুটা খুব একটা ভালো যাচ্ছে না মিঠাইয়ের। একে তো ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল 'খুকুমণি' তার পর আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল এক ফড়িং। তাহলে কী আস্তে আস্তে মিঠাইয়ের স্বাদ কমে যাচ্ছে, আর তাই স্বাদ বদল করতে অন্য কিছুর খোঁজ করছে দর্শক? মোটামুটি সাপ্তাহিক টিআরপি রেটিং খানিকটা সেই দিকেই ইঙ্গিত করছে। এমনিতেই করোনার জন্য নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তার উপর কোয়ারেন্টিন কাটাতে টিভির উপরেই ভরসা রাখেন অনেকে। তাই নতুন নতুন গল্পের দিকে বেশি করে আকৃষ্ট হচ্ছেন দর্শকরা। দেখা যাক এই সপ্তাহের টিআরপি তালিকায় কে কত রেটিং পেয়ে কোন স্থান পেল।

এখনও সেরা মিঠাই

এখনও সেরা মিঠাই

১০.২ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকায় কোনও রকমে নিজের সেরা তকমা ধরে রাখতে পেরেছে মিঠাই। মিঠাইয়ের মা মারা যাওয়ার পর এক কথায় ভেঙে পড়েছিল সে। কিন্তু সেই অবস্থা থেকে তাঁকে সামলেছে তার উচ্ছেবাবু। আর এই ট্র্যাক পছন্দ হয়েছে দর্শকদের।

ছক্কা হাঁকিয়েছে উমা

ছক্কা হাঁকিয়েছে উমা

মিঠাইয়ের পরেই রয়েছে অন্য এক জনপ্রিয় ধারাবাহিক উমা। ৯.৩ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। টাকা নয়, গুণের কদর করতেই উমার সিঁথিতে সিঁদুর পড়িয়ে দিয়েছে অভিমন্যু। আর এখন উমায় টান টান পর্ব চলছে। রোজই কিছু না কিছু সমস্যায় পড়তে হচ্ছে উমাকে। আর এই স্টোরি লাইনেই ছক্কা হাঁকিয়েছে উমা।

উড়ে এসে সেরা ফড়িং

উড়ে এসে সেরা ফড়িং

মাত্র ১০ দিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক আলতা ফড়িং। আর শুরু থেকেই বাজিমাৎ করল এই নয়া ধারাবাহিক। সাধারণত কোনও ধারাবাহিক শুরু হওয়ার এক মাসের মধ্যে তা টিআরপি তালিকায় সেরা তিনে পৌঁছে গেছে এই নজির খুব একটা নেই। কিন্তু এখানেই সফল হয়েছে এই সিরিয়াল। উমার থেকে মাত্র ০.১ নম্বরের পার্থক্যে পিছিয়ে আছে আলতা-ফড়িং। ৯.২ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে এই ধারাবাহিক।

খুকুমণির বাজার খারাপ

খুকুমণির বাজার খারাপ

তবে যেখানে এক সপ্তাহ আগেই টিআরপি তালিকায় মিঠাইয়ের সঙ্গে সামান্য ১ পয়েন্ট পিছিয়ে টেক্কা দিচ্ছিল সেখানে এই সপ্তাহে একটু বাজার খারাপ দেখা গেল খুকুমণি হোম ডেলিভারির। ৮.৬ রেটিং পেয়ে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে নেমে এসেছে এই জনপ্রিয় সিরিয়াল।

 ফুলঝুড়ির সংগ্রাম

ফুলঝুড়ির সংগ্রাম

করোনা থাবা ফেলেছে জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণার সেটে। করোনা পজিটিভ হয়েছেন লালন অর্থাৎ অভিনেতা ইন্দ্রাশিস। এই অবস্থায় ফুলঝুড়ি অর্থাৎ নায়িকা মানালি একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন ধারাবাহিক। ৮.২ রেটিং পেয়ে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক।

 পিহু-ঋষির প্রেম

পিহু-ঋষির প্রেম

৮.১ রেটিং পেয়ে টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে আছে সিরিয়াল মন ফাগুন। পিহু তো আগেই জেনে গিয়েছে যে ঋষি সেনই তার টুবাই দা। কিন্তু এর মধ্যে তাঁদের মধ্যে এসেছে প্রিয়াঙ্কা। তবে রুশার জীবন থেকে তার প্রতারক স্বামীকে কীকরে দূরে সরাবে পিহু, সেদিকেই লক্ষ রেখে এগোচ্ছে গল্প।

বাকিরা কে কোথায়?

বাকিরা কে কোথায়?

বাকি ধারাবাহিকরাও বিভিন্ন রেটিং পেয়ে নিজেদের জায়গায় আছে। আয় তবে সহচরী এখন টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। ৭.৯ রেটিং পেয়ে এটি টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে। বাকি অষ্টম ও নবম স্থানে আছে পিলু ও অপরাজিতা অপু। এই দুই সিরিয়ালের টিআরপি রেটিং যথাক্রমে, ৭.৮ ও ৭.৭। যমুনা ঢাকি এবং সর্বজয়া যৌথভাবে ৭.৩ রেটিং পেয়ে টিআরপি তালিকায় দশম স্থানে রয়েছে।

English summary
top ten serial trp chart of january 3rd week of 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X