এ বছর কেবিসিতে নেই অডিয়েন্স পোল, আর কি কি বদল ঘটল ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে দেখে নিন
নিউ নর্মাল পরিস্থিতিতে এবার টেলিভিশনের রিয়্যালিটি শোগুলিও এবার একে একে শুরু হওয়ার পথে হাঁটছে। স্টার প্লাসের জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি’ ফের একবার সম্প্রচার হবে। শোয়ের অন্যতম আকর্ষণ সঞ্চালক অমিতাভ বচ্চনও শুটিং শুরু করে দিয়েছেন। তবে এ বছর করোনা পরিস্থিতির জন্য শোয়ের বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। অনেক নিয়ম বদল হয়েছে এই শোয়ের। ২৮ সেপ্টেম্বর নতুন রূপে নতুন ভাবে এটি সম্প্রচারিত হবে।

এক ঝলকে দেখে নিন কি কি নিয়ম বদলালো
১) ২০ বছরে এই প্রথমবার কেবিসি দর্শকদের সামনে শুটিং হবে না। করোনা ভাইরা মহামারির জন্য সরকারি নির্দেশিকা ও কোভিড–১৯–এর বিধি অনুযায়ী এই শোয়ে কোনও দর্শক থাকবেন না।
২) অডিয়েন্স পোলের বিকল্প হিসাবে লাইফলাইন ভিডিও–অ্যা–ফ্রেন্ড রাখা হয়েছে। এই শোয়ে বসে থাকা দর্শকরা অডিয়েন্স পোলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন আগে, যাতে প্রতিযোগী খেলায় জয়ের পথে এগোতে পারেন।
৩) অন্য তিনটে লাইফলাইন ৫০:৫০, বিশেষজ্ঞকে প্রশ্ন ও প্রশ্ন বদল করা, একই থাকছে।
৪) প্রত্যেক সপ্তাহে হট সিটে বসার জন্য ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট কনটেস্টটেন্ট–এর সংখ্যা ১০ থেকে কমিয়ে আট করে দেওয়া হয়েছে।
৫) এ বছরও সোনি লাইভ অ্যাপে দর্শকরা কেবিসি খেলতে পারবেন
৬) তবে নোভেল করোনা ভাইরাসের প্রকোপের কারণে কেবিসি–১২ প্রতিযোগী বাছাই ভার্চুয়াল হবে। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছুই অনলাইনে হবে।