
সম্মান ফিরল মোদক পরিবারের, এক নম্বরে এল ‘মিঠাই’, এক নজরে দেখুন টিআরপি তালিকা
বাংলা ধারাবাহিকের টিআরপি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাংলার দর্শকরা। প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় নতুন কিছু চমক অপেক্ষা করেই থাকে। ব্যতিক্রম হল না এই সপ্তাহটিও। দীর্ঘদিন পর বাংলা সেরার শিরোপা ফিরে পেয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'মিঠাই'। 'গাঁটছড়া'কে পিছনে ফেলে ৮.৩ পেয়ে এগিয়ে গিয়েছে এই ধারাবাহিকটি।

প্রথম স্থান নিল মিঠাই, পিছিয়ে গেল গাঁটছড়া
রিকি দ্য রকস্টার এর মুখোশ খুলে পুরনো সিড ফিরে এসেছে। মোদক পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও ধরা পড়েছে। আর পুরনো দর্শকও ফিরেছে মিঠাইয়ের। জি বাংলা অতি জনপ্রিয় এই ধারাবাহিক বেশ কয়েক সপ্তাহ পর নিজের আসনে বসতে পেরে যারপরনাই খুশি। অন্যদিকে স্টার জলসার খড়ি-ঋদ্ধি জুটির 'গাঁটচনা' দ্বিতীয় স্থানে চলে এসেছে। তার প্রাপ্ত নম্বর ৭.৭। খড়ি ঋদ্ধির রসায়ন ফিকে হয়ে গিয়েছে মোদক পরিবারের কাছে। এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে গাঁটছড়ার পয়েন্ট। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে নম্বরের ফারাক বেশ অনেকটাই।

এগিয়ে এসেছে মন ফাগুন
টিআরপি তালিকায় বেশ কয়েক সপ্তাহ ধরে পিছিয়ে ছিল স্টার জলসার 'মন ফাগুন'। তবে এ সপ্তাহে পিহু ও ঋষি দর্শকদের হতাশ করেননি। ৭.৬ নিয়ে চলে এসেছে তৃতীয় স্থানে। অন্যদিকে একধাপ পিছিয়ে চতুর্থ স্থানে চলে এসেছে 'ধূলোকণা'। তার প্রাপ্ত নম্বর ৭.৪। এই চতুর্থ স্থানে রয়েছে আরও একটি ধারাবাহিক 'আলতা ফড়িং'। তারও প্রাপ্ত নম্বর ৭.৪।

গৌরী এল–এর টিআরপি কমেছে
এ সপ্তাহে তুলনামূলক খারাপ ফল করেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'গৌরী এলো'। ৭.২ নম্বর নিয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছে ঈশান-গৌরীরা। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার', তার প্রাপ্ত নম্বর ৬.৯। সপ্তম স্থানে রয়েছে তিনটে সিরিয়াল 'এই পথ যদি না শেষ হয়', 'উমা' 'অনুরাগের ছোঁয়া'। তাদের প্রাপ্ত নম্বর ৫.৯।

নবম ও দশম স্থানে কারা
জি বাংলার দুই নতুন সিরিয়াল খেলনা বাড়ি এবং লালকুঠি রয়েছে যথাক্রমে নবম ও দশম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৫ ও ৫.৭। তবে এ সপ্তাহেও সেরা দশে জায়গা হয়নি 'উড়ন তুবড়ি' এবং 'বৌমা একঘর' এর।

এক নজরে টিআরপি তালিকা
মিঠাই- ৮.৩ (প্রথম)
গাঁটছড়া- ৭.৭ (দ্বিতীয়)
মন ফাগুন- ৭.৬ (তৃতীয়)
আলতা ফড়িং, ধুলোকণা- ৭.৪ (চতুর্থ)
গৌরী এলো- ৭.২ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৯ (ষষ্ঠ)
অনুরাগের ছোঁয়া, উমা, এই পথ যদি না শেষ হয়- ৫.৯ (সপ্তম)
আয় তবে সহচরী- ৬.৪ (অষ্টম)
খেলনা বাড়ি- ৫.৫ (নবম)
লালকুঠি - ৫.৭ (দশম)
সোহম-স্বস্তিকা অভিনীত 'শ্রীমতী’ সিনেমার ট্রেলার মুক্তি পেল