For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করল মিঠাই–গাঁটছড়া, প্রথম স্থানে কোন ধারাবাহিক রয়েছে দেখে নিন

‌যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করল মিঠাই–গাঁটছড়া, প্রথম স্থানে কোন ধারাবাহিক রয়েছে দেখে নিন

Google Oneindia Bengali News

‌এ সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় বেশ রদবদল দেখা দিয়েছে। বলা যায় আমূল বদলে গিয়েছে টিআরপি তালিকা। এমনিতেই আইপিএল চালু হলেই ধারাবাহিকের রেটিং একটু পড়ে যায়। কিন্তু গত দু–সপ্তাহ ধরে একদম তলানিতে ঠেকেছে বাংলা সিরিয়ালের টিআরপি। এ সপ্তাগে টিআরপির শীর্ষে মিঠাই বা গাঁটছড়া নয়, বরং একেবারে অন্য একটি সিরিয়াল সেই স্থান দখল করে নিয়েছে।

প্রথম স্থান পেল ধূলোকণা

প্রথম স্থান পেল ধূলোকণা

বেঙ্গল টপার হওয়ার দৌড়ে যাদের মধ্যে আসল টক্কর বলে ধরা হয়, সেই দুই সিরিয়ালকে আউট করে দিয়ে এক নম্বর স্থান দখল করল 'ধুলোকণা'। এই প্রথমবার লালন-ফুলঝুরিরা টিআরপির শীর্ষে চড়ল। ৮.১ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে এল 'ধুলোকণা'। ধারাবাহিক ঘিরে টানটান উত্তেজনা। লালন কাকে সিঁদুর পরাবে? ফুলঝুরিকে না চড়ুইকে? বড় করে টানা ঘোমটার আড়ালে কে লুকিয়ে? ফুলঝুরি না চড়ুই? লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালের টুইস্ট '‌ধূলোকণা'‌কে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। চমক রয়েছে দ্বিতীয় স্থান নিয়েও। '‌মিঠাই'‌ ও '‌গাঁটছড়া'‌ দন্দ্ব ভুলে দু'‌জনেই এখন দ্বিতীয় স্থানে। এদের যৌথ রেটিং পয়েন্ট ৮.‌০।

 তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে কোন ধারাবাহিক

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে কোন ধারাবাহিক

৭.৯ পেয়ে তৃতীয় স্থানে 'গৌরী এল'। চতুর্থ স্থানে আলতা ফড়িং। তার ঝুলিতে ৭.৭ নম্বর। পঞ্চম স্থানের দাবিদারও তিন জন। ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া', 'উমা' আর 'লক্ষ্মী কাকিমা'। দুটো ধারাবাহিকই পেয়েছে ৬.৯।

 অন্যান্য স্থানে রয়েছে যারা

অন্যান্য স্থানে রয়েছে যারা

অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে '‌মন ফাগুন'‌, তার প্রাপ্ত নম্বর ৬.‌৮। সপ্তম স্থানে পিলু (‌৬.‌২)‌, অষ্টম স্থানে আয় তবে সহচরি (‌৬.‌১)‌, নবম স্থানে এই পথ যদি না শেষ হয় (‌৫.‌৬) ও দশম স্থানে রয়েছে সর্বজয়া (‌৫.‌৪)‌।

দাদাগিরি এগিয়ে

দাদাগিরি এগিয়ে

নন-ফিকশন জঁর-এ স্টার জলসার রিয়ালিটি শো 'ইসমার্ট জোড়ি'কে ফের হারিয়ে দিল 'দাদাগিরি'। ৪.১ রেটিং পয়েন্ট জিত সঞ্চালিত এই শো-এর। অন্যদিকে ৫.০ নম্বর পেয়েছে 'দাদাগিরি'।

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা

  • প্রথম- ধুলোকণা (৮.১)
  • দ্বিতীয়- মিঠাই (৮.০)
  • গাঁটছড়া (৮.০)
  • তৃতীয়- গৌরী এলো (৭.৯)
  • চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)
  • পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.৯)
  • লক্ষ্মী কাকিমা (৬.৯)
  • উমা (৬.৯)
  • ষষ্ঠ- মন ফাগুন (৬.৮)

নতুন মজাদার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শীঘ্রই আসছে 'বৌমা এক ঘর’নতুন মজাদার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শীঘ্রই আসছে 'বৌমা এক ঘর’

English summary
this week bengali serial trp list dhulokana top in trp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X