For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগ বস ওটিটির গ্র‌্যান্ড ফাইনালে আসছেন এই তারকা দম্পতি, কে হবেন বিজয়ী?‌ জানা যাবে শনিবার

বিগ বস ওটিটির গ্র‌্যান্ড ফাইনালে আসছেন এই তারকা দম্পতি, কে হবেন বিজয়ী?‌ জানা যাবে শনিবার

Google Oneindia Bengali News

‌বিগ বস ওটিটির চূড়ান্ত পর্ব একেবারে কাছে চলে এসেছে। আর এখান থেকে শীর্ষে থাকা প্রতিযোগীরা টেলিভিশনে সম্প্রচার হওয়া সলমন খান সঞ্চালিত বিগ বস ওটিটির ঘরে যাবেন। বিগ বস ওটিটির ফাইনাল শেষ হওয়ার পরই বিগ বস সিজন ১৫–এর ঘন্টা বেজে যাবে। শনিবার, ১৮ সেপ্টেম্বর করণ জোহর সঞ্চালিত বিগ বস ওটিটির ফাইনাল হবে বলে জানা গিয়েছে। অন্যান্য অনুষ্ঠানের ফাইনালের মতোই বিগ বস ওটিটিরও গ্র‌্যান্ড ফাইনাল হতে চলেছে। যেখানে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি ও প্রতিযোগীরা নিজেদের পারফর্ম্যান্স করবেন। শোনা যাচ্ছে ফাইনাল পর্বে আসতে চলেছেন বলিউড অভিনেতা ও আর্চিটেক্ট রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী জেনেলিয়া। শোনা যাচ্ছে এও যে জেনেলিয়া ও রীতেশ বিগ বস ওটিটির বিজয়ীর নাম ঘোষণা করবেন, যিনি সুযোগ পাবেন সলমন খানের বিগ বসের বাড়িতে প্রবেশ করার।

বিগ বস ওটিটির গ্র‌্যান্ড ফাইনালে আসছেন এই তারকা দম্পতি, কে হবেন বিজয়ী?‌ জানা যাবে শনিবার


শনিবার বিগ বস ওটিটির ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ভুট সিলেক্টে সন্ধ্যা ৭টার সময়। সপ্তাহের মাঝখানে নেহা বাসিন ঘর ছেড়ে চলে যাওয়ার সময় এখড় বাড়িতে রয়েছেন প্রতীক সহেজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট, রাকেশ বাপট ও শমিতা শেট্টি। এই পাঁচজনের মধ্যেই জোর টক্কর হতে চলেছে। ফাইনালের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরের মধ্যে। নিজেদের লুকস আরও গ্ল্যামারস করতে সকলেই কঠোর পরিশ্রম করছেন।

সপ্তাহের মাঝখানে বুধবার রাতে নেহা বাসিন বিগ বস ওটিটির প্রস্থান করার দরজা দিয়ে বেরিয়ে যান। তিনি বিগ বস ওটিটির বাড়িতে পাঁচ সপ্তাহ ছিলেন এবং প্রথমে তাঁর কানেকশন মিলিন্দ গাবার সঙ্গে হলেও পরে প্রতীক সহেজপালের সঙ্গে তাঁর কানেকশশন তৈরি হয়। প্রতীক ও নেহার বিশেষ বন্ধুত্ব বাইরের জগরে রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। তবে নেহা বাড়ি ছেড়ে আচমকা চলে যাওয়ার ফলে সকলের চোখেই জল চলে আসে।

অপরদিকে বিগ বস ১৫ কবে শুরু হবে তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ৩ অক্টোবর রাত ন’‌টা থেকে বিবি ১৫ শুরু হওয়ার কথা রয়েছে। এই শোটি সঞ্চালনা করবেন সলমন খান। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত সাড়ে দশটায় এই বিগ বস ১৫ দেখা যাবে এবং শনি ও রবিবার উইকেন্ড কা ওয়ার রাত ন’‌টায় সম্প্রচার হবে। শোনা যাচ্ছে যে দর্শকরাই সিদ্ধান্ত নেবেন বিগ বস ওটিটি থেকে কোন সদস্যদের বিগ বস ১৫–এর ঘরে যাওযা উচিত।

English summary
The grand finale of the Bigg Boss OTT will be held on Saturday in voot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X