শেষ হচ্ছে না বিগ বস–১৪, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে শো
এ বছরের সিজন ১৪–এর বিগ বসে ফাইনাল সদস্য হিসাবে বাড়িতে রয়েছেন ইজাজ খান, অভিনব শুক্লা, রবিনা দিলায়েক ও জ্যাসমিন ভাসিন। কিছুদিন আগেই এই শোয়ের সঞ্চালক সলমন খান জানিয়েছিলেন যে বিগ বসের চূড়ান্ত পর্বের খেলা শেষ হয়ে যাবে গত সপ্তাহেই । কিন্তু তারপরও ক্রমাগত বিগ বস–১৪ চলছে। বিগ বসের নির্মাতারা সর্বোচ্চ টিআরপি পাওয়ার জন্য এই শোয়ের ফরম্যাট বদলে দিয়েছেন। গত সপ্তাহে বিগ বসের বাড়িতে প্রবেশ করেছেন বিকাশ গুপ্তা, কাশ্মীরা শাহ, আরশি খান, মনু পাঞ্জাবি, রাখি সাওয়ান্ত ও রাহুল মহাজন চ্যালেঞ্জার্সরা। এঁরা বিগ বসের চার ফাইনাল প্রতিযোগীর জীবন দুর্বিষহ করে রেখে দেবে।

তবে এখন বিগ বসের ভক্তরা আরও বেশ কিছুদিন এই শো দেখার সুযোগ পাবেন। কারণ সলমন খান সঞ্চালিত এই শোটি হয়ত আগামী ফেব্রুয়ারি পর্যন্ত টানতে পারে। যদিও এখনও বিবি ১৪–এর ফাইনাল কবে হবে তার দিন ঠিক করা হয়নি। তবে শোনা যাচ্ছে বিগ বস ১৪–এর গ্র্যান্ড ফাইনাল ২১ ফেব্রুয়ারি হতে পারে। ইতিমধ্যে চ্যালেঞ্জার্সরা বিগ বসের বাড়িতে ঢুকে পড়েছে এবং সম্প্রতি এক পর্বে দেখা যাবে বিকাশ গুপ্তা তাঁর চ্যালেঞ্জ সম্পূর্ণ করার চেষ্টা করছেন। বিকাশের চ্যালেঞ্জ হল তিনদিনের মধ্যে বাড়ির রেশন শেষ করে দিতে হবে। অন্যদিকে আরশি খান ও অভিনব শুক্লার দুষ্টু–মিষ্টি ফ্লার্টিং চলছে। আরশি ও বিকাশ গুপ্তাকে লড়াই করতেও দেখা গিয়েছে বাড়িতে।
শীর্ষে থেকেই বছর শেষ বিরাটের, আইসিসি ক্রম তালিকায় সেকেন্ড বয় রোহিত