For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টাবেনা 'আয় তবে সহচরী'র গল্প, সাফ জানালেন লীনা গঙ্গোপাধ্যায়

পাল্টাবেনা 'আয় তবে সহচরী'র গল্প, সাফ জানালেন লীনা গঙ্গোপাধ্যায়

Google Oneindia Bengali News

শুরুর সময় সব বাংলা সিরিয়ালের মূল বিষয় সমাজ সচেতনতা কিংবা নানা রকম সামাজিক বিশয়বস্তু নিয়ে কাহিনী শুরু হলেও এর পড়ে তাধিরে ধীরে সেই শ্বাসুড়ি-বৌমা-র কাহিনীর দিকেই সরাসসরি টান নিয়ে চলে যায়। এতদিন সেই সব গল্প বেশ রসিয়ে অপভোগ করলেও ইদানিইং কালে একতূ আলাদা রকম গল্পের প্রতি ক্রমশ টান বাড়ছে দর্শকদের। আর তাই সিরিয়ালের গল্পে নতুনত্ব আনতে নানা রকম চেষ্টা করছে শো মেকাররা। সেরকমই একটি জনপ্রিয় সিরিয়াল আয় তবে সহচরী, আর যা এর স্টোরি লাইনের জন্য শুরু থেকেই চর্চার কেন্দ্রে।

কাহিনীর নতুন মোড়

কাহিনীর নতুন মোড়

সিরিয়াল আয় তবে সহচরীকে নিয়ে প্রথমথেকেই রয়েছে নানা বিতরক।মূলত এই ধারাবাহিকের কাহিনী নিয়ে একাধিক চর্চা খবরে উঠে এসেছে।প্রথমে ঠিক মত গেলেও মাঝে সম্পূর্ণ পরকীয়ার গল্প ঢোকানো হয়েছিল ধারাবাহিকে। সেই কাহিনী শুরুর দিকে দর্শকের খুব পছন্দ হলেও ধীরে ধীরে তা একঘেয়ে হতে থাকে। ফলে প্রকাশ্যে আসে দর্শকের বিরক্তি। আর এই কথাজানার পরেই সিরিয়ালের গল্পের আমূল পরিবর্তন আনেন মেকাররা। সহচরীর চাকরি ও নারী শক্তির বিষয় উঠে এসেছে গল্পে।

সে চুলও বাঁধে

কথায় বলে, যে রাঁধে সে সে চুলও বাঁধে এই প্রবাদ বেশ চালু আছে আমাদের সমাজে। বর্তমান যুগে প্রায় সব রমনীরা ঘরকন্নার কাজের সঙ্গেই পাল্লা দিয়ে সামলাচ্ছেন বাইরের কাজও। তাই রাঁধা আর চুল বাঁধা দুটোই তাঁদের করতে হয় সমানতালে। কিন্তু এখনও সমাজে একাধিক নিদর্শন এমন আছে ঘরের কাজ, সকলের খেয়াল রাখা, গুছিয়ে সংসার করার চাপে যারা নিজেকেই প্রায় ভুলতে বসেন। শুধু তাই নয়, সংসারের যে কোনও খারাপ কিছু হলেই সম্পূর্ণ দায় বিনা দোষে তাঁদের উপরেই চাপানো হয়। কিন্তু তাঁরা কোনও ভালোর দাম পান না। আর সেই সকল গৃহবধূদের হারিয়ে যাওয়া স্বপ্ন ফেরতের গল্প নিয়ে শুরু হয়েছিল 'আয় তবে সহচরী'। যেখানে সহচরী সেনগুপ্ত তাঁর অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন।

প্রতিবাদী কনীনিকা

প্রতিবাদী কনীনিকা

বাংলা বিনোদনের জগতে কনীনিকা বন্দ্যোপাধ্যায় দাপুটে অভিনেত্রী হিসেবেই পরিচিত। তিনি এই সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয়ের হাত ধরে বেশ কিছুদিন পর ফের ফিরলেন ছোট পর্দায়। আর সেখানে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলছেন সই-এর চরিত্রকে। কিন্তু কিছুদিন আগে সিরিয়ালের মূল ট্র্যাক থেকে সরে গিয়ে শুধু পরকীয়ার গল্প দেখানোয় বিরক্ত হয়েছিলেন দর্শকরা। তবে সেই কথা মাথায় রেখে গল্প পরিবর্তন করা হলেও কনীনিকা প্রতিবাদ করে বলেন, দর্শকদের জন্যই নাকি ইচ্ছা করে এইসব পরকীয়া একজনের একাধিক বিয়ে এসব দেখাতে বাধ্য হতে হয় মেকারদের। নাহলেই সুস্থ্য গল্প দেখালে কমে যায় টিআরপি। দর্শকেরা অতিরঞ্জিত গল্প দেখতেই বেশি পছন্দ করেন বলে অভিযোগ করেন কনীনিকা।

পাল্টাবেনা গল্প

পাল্টাবেনা গল্প

এদিকে কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে রয়েছেন লেখিকা তথা চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় এমনকি তাঁকে গুলি করে মারা উচিৎ বলেও কটাক্ষ করেছেন, নারীদের অবমাননা করার অভিযোগে। কিন্তু এক্ষেত্রে লীনা জানিয়েছেন, 'আয় তবে সহচরী' সিরিয়ালের মত অভিজ্ঞতা তাঁর হয়নি। তিনি নিজের মত গল্প লেখেন। কখনও চ্যানেলের বা দর্শকের জন্য নিজের গল্প পাল্টাননা। কিন্তু দর্শকের মত যে বড় বালাই, একথা তিনি কার্যত টের পাচ্ছেন। কারণ দর্শকের পছন্দকে সামনেরেখে তিনি জানিয়েছেন আর জাই হোক এবার আর মূল গল্প পাল্টানো হবে না।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

English summary
the original story of serial aay tobe sohochori does not change told leena ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X