'মীরাক্কেল'-এ আর থাকছেন না শ্রীলেখা! তাঁর জায়গায় কোন ২ অভিনেত্রীকে ঘিরে জল্পনা
বাংলা টেলিভিশনের অন্যতম নামী অনুষ্ঠান 'মীরাক্কেল'। সেখানে বিচারকের আসনে পরাণ, রজতাভ, শ্রীলেখাকে দেখতেই অভ্যস্ত বাঙালি। আর বিচারকের সঙ্গে মীরের মজা, মশকরার আমেজ নিয়েই এতদিন চলেছে 'মীরাক্কেল'। এবার সেই বিচারকের আসনেই বড় রদবদল আসন্ন।

শ্রীলেখা মিত্র এবার 'মীরাক্কেল' এর বিচারকের ভূমিকা থেকে বাদ পড়ছেন। শ্রীলেখা তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন যে, তাঁর বাদ পড়ার খবর তাঁকে অফিশিয়ালি জানানো হয়নি। তিনি লোকের মুখ থেকে শুনে জানতে পেরেছেন। স্বভাবতই অভিনেত্রী মর্মাহত।
এদিকে খবর,'মীরাক্কেল' থেকে শ্রীলেখাকে বাদ দিয়ে তাঁর জায়গায় আনা হতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায় কিম্বা নুসরত জাহানকে। অন্য একটি সূত্রের দাবি, নুসরত ,স্বস্তিকা ছাড়াও বিচারকের আসনের দৌড়ে রয়েছেন পাওলি দামও। এদিকে শ্রীলেখা মিত্রের দাবি 'সত্যি বলার ' খেসারত তাঁকে 'মীরাক্কেল' থেকে বাদ পড়ে দিতে হল!

দূর্গা রূপে মিমির ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেট পাড়ায় হইচই! শুরু ট্রোল