For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মি-টুতে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে সরব হওয়ায় ধর্ষণের হুমকি পাচ্ছেন খোদ মহিলা কমিশনের চেয়ারম্যান

  • |
Google Oneindia Bengali News

হিন্দির সবথেকে বড় রিয়্যালিটি শো হল 'বিগবস’। এই শোয়ের ১৬ সেটে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, তাঁকে এই শো থেকে বের করে দেওয়ার কথাও বলা হয়েছে। আর তারজন্যই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠানো হয়েছে। তার জেরেই ধর্ষণের হুমকি পাচ্ছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল, এমন অভিযোগ জানিয়েছেন তিনি নিজেই।

কবে থেকে শুরু হয়েছে এই শো

কবে থেকে শুরু হয়েছে এই শো

পয়লা অক্টোবর থেকে সদ্যই শুরু হয়েছে বিগবসের নতুন সিজন। এটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের দাবাং সলমন খান। এই শোয়ের প্রতিযোগীর মধ্যে রয়েছেন সাজিদ খান। স্বাতী মালিওয়াল সাজিদ খানের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ তুলেছেন। দিল্লি পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন, তাঁকে গ্রেপ্তার করার কথা বলেছেন তিনি। তাছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান, 'যখন আমি অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়েছিলেন যাতে তিনি বিগ বস থেকে সাজিদ খানকে বের করে দেন। তারপর থেকে তাঁকে ক্রমাগত ধর্ষণের হুমকি পেতে হচ্ছে।' সেই হুমকির স্ক্রিনশর্ট তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অনুরাগ ঠাকুরকে চিঠি

বলা বাহুল্য, দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন সম্প্রতি সাজিদ খানের বিরুদ্ধে টুইট করেছেন। তিনি লিখেছেন, 'MeToo আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে কয়েকজন মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এসব অভিযোগ সাজিদের জঘন্য মানসিকতার পরিচয় দেয়। এখন এমন একজনকে বিগ বসে জায়গা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভুল। সাজিদ খানকে শো থেকে সরিয়ে দেওয়ার জন্য তাই স্বাতী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন।

কী জানালেন স্বাতী মালিওয়াল

দিল্লির সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করার পাশাপাশি, ডিসিডব্লিউ প্রধান সাথী মালিওয়াল দাবি করেছেন, এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হোক এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সাথী ১০ অক্টোবর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে সাজিদ খানকে বহিষ্কারের আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে বিগ বস এমন একটি শো যা প্রতিদিন লক্ষ লক্ষ দর্শক দেখেন। এমন পরিস্থিতিতে সাজিদকে বিগ বসের অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হোক। যত তাড়াতাড়ি সম্ভব এগুলির তদন্ত করা হোক।

সাজিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বহুদিন পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও ফিরেছেন সাজিদ খান। ২০১৮ সালে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতি (IFTDA) সাজিদ খানের বিরুদ্ধে একাধিক মহিলার যৌন হয়রানির অভিযোগের পর সাজিদকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল। বিগ বস-এ সাজিদের এন্ট্রি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

English summary
sathi maliwal complained that sajid khan was throw out of bigg boss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X