For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে ‘‌রাণী রাসমণি’‌ সিরিয়ালে, অভিযোগ সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের

ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে ‘‌রাণী রাসমণি’‌ সিরিয়ালে, অভিযোগ সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের

Google Oneindia Bengali News

জি বাংলায় জনপ্রিয় বাংলা টিভি সিরায়াল '‌করুণাময়ী রাণী রাসমণি’‌–তে ইতিহাসকে বিকৃত ও ভুলভাবে দেখানো হচ্ছে। অভিযোগ তোলা হল সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের তরফ থেকে। এই সিরিয়ালের একটি পর্বে কালীঘাট মন্দির ও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে ইতিহাস দেখানো হয়েছে তাতে অনেক ভুল রয়েছে। দাবি করেছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরীর।

ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে ‘‌রাণী রাসমণি’‌ সিরিয়ালে, অভিযোগ সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের

দেবর্ষি রায়চৌধুরী জানিয়েছেন বাকি সিরিয়ালে যা দেখানো হচ্ছে তা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না কিন্তু তাঁদের পরিবার নিয়ে দেখানো ইতিহাস একেবারেই ভুল। জানা গিয়েছে, সিরিয়ালের ১৫৪ নম্বর পর্ব থেকে রায়চৌধুরী পরিবারের দু’‌টি চরিত্রকে নিয়ে আসা হয়েছে। যাঁরা প্রায় ১২টি পর্ব ধরে সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের ইতিহাসকে যেভাবে তুলে ধরেছেন তাতে বিস্তর গলদ রয়েছে।

এছাড়া কালীঘাট মন্দির প্রসঙ্গ ও মন্দিরের প্রতিষ্ঠাতা সন্তোষ রায়চৌধুরীর চরিত্রায়ণে ভুল রয়েছে বলে অভিযোগ পরিষদের। দেবর্ষি রায়চৌধুরী জানিয়েছেন যে সিরিয়ালে দেখানো হয়েছে সন্তোষ রায়চৌধুরী নিজে গিয়ে রাসমণির শ্বশুরবাড়ি গিয়ে তাঁকে কালীঘাটের মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। অথচ ইতিহাস অনুযায়ী, রাসমণির বিয়ে হয় ১৮০৪ সাল নাগাদ। এর ৫ বছর আগেই প্রয়াত হন সন্তোষ। দু’জনের কখনও দেখাই হয়নি। মন্দিরের সম্পূর্ণ হওয়াটাও দেখে যেতে পারেননি প্রতিষ্ঠাতা। পরে মন্দিরের কাজ সম্পূর্ণ করেন নাতি রাজীবলোচন রায়চৌধুরী। আর এই পুরো বিষয়টিতেই গণ্ডগোল দেখা গিয়েছে সিরিয়ালে।

টলিউডের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বাবা করোনায় আক্রান্ত, সুস্থ রয়েছেন অভিনেত্রীটলিউডের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বাবা করোনায় আক্রান্ত, সুস্থ রয়েছেন অভিনেত্রী

এই বড় ভুল ছাড়াও কালীঘাট মন্দির নিয়ে অনেক অনেক ছোট ছোট ভুলভ্রান্তিও দেখানো হয়েছে সিরিয়ালে, যা ইতিহাসের সঙ্গে একেবারেই মিল খায় না। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সিরিয়ালের পরিচালক যদি চিত্রনাট্য লেখার আগেই তাঁদের সঙ্গে দেখা করে বিষযটি জেনে নিতেন তবে আর এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকত না।

English summary
History has been distorted in the serial 'Rani Rashmoni' in Zee Bangla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X